লালবাজার অভিযানে গ্রেফতার তিন বামকর্মীর পাঁচই অক্টোবর পর্যন্ত পুলিসি হেফাজত

Updated By: Oct 2, 2015, 07:09 PM IST
লালবাজার অভিযানে গ্রেফতার তিন বামকর্মীর পাঁচই অক্টোবর পর্যন্ত পুলিসি হেফাজত

লালবাজার অভিযানে গ্রেফতার তিন বামকর্মীর পাঁচই অক্টোবর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ এনেছে পুলিস।বামেদের অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের। লালবাজার অভিযানের সময়েই তিন বাম নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ধৃত চন্দন বসাক, অমল পাল ও সৌমেন পালের বিরুদ্ধে মোট আটটি ধারায় মামলা দায়ের করেছে পুলিস।

জামিন অযোগ্য ধারায় ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীর কাজে বাধা ও মারধরের অভিযোগ আনা হয়েছে

পাশাপাশি জামিন যোগ্য ধারায়, হাঙ্গামা, অস্ত্রসহ অশান্তি, বেআইনি জমায়েত থেকে হাঙ্গামা, সরকারি সম্পত্তি নষ্ট ও জনজীবন বিপর্যস্ত করার অভিযোগও আনা হয়েছে।

বামেদের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁদের নেতাকর্মীদের। 

ধৃতদের পাঁচই অক্টোবর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

.