ভোটের দিন দলের পাশে না থাকায় পার্টি কর্মীদের শাস্তি দেবে সিপিআইএম
উত্তর চব্বিশ পরগনায় ভোটের দিন ভয়ে ঘর ছেড়ে না বের হওয়া পার্টি কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে সিপিআই এম। উত্তর ২৪ পরগণা জেলা কমিটির দুদিনের বৈঠক শেষে এরকম প্রায় এক হাজার পার্টি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
![ভোটের দিন দলের পাশে না থাকায় পার্টি কর্মীদের শাস্তি দেবে সিপিআইএম ভোটের দিন দলের পাশে না থাকায় পার্টি কর্মীদের শাস্তি দেবে সিপিআইএম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/03/27523-goutam.jpg)
কলকাতা: উত্তর চব্বিশ পরগনায় ভোটের দিন ভয়ে ঘর ছেড়ে না বের হওয়া পার্টি কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে সিপিআই এম। উত্তর ২৪ পরগণা জেলা কমিটির দুদিনের বৈঠক শেষে এরকম প্রায় এক হাজার পার্টি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রয়োজনে তাদের পার্টি থেকে বহিষ্কারও করা হতে পারে বলে জানিয়েছেন সিপিআইএম নেতা গৌতম দেব। পরিচালনায় আগামী দিনে নবীন প্রবীনের সহাবস্থান দরকার বলেও মন্তব্য করেছেন তিনি।