পথে নামল সিএসটিসি কর্মী সংগঠন

ভুতল পরিবহন, সিটিসি সহ রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থার কর্মীদের অক্টোবর মাস থেকে বেতন হয়নি। বন্ধ পেনশন। বকেয়া বেতন এবং পেনশনের দাবিতে এবার পথে নামল সিএসটিসি কর্মী সংগঠন এবং ক্যালকাটা ট্রামওয়েজ ওয়ার্কাস এন্ড এমপ্লয়িজ ইউনিয়ন।

Updated By: Nov 17, 2011, 06:12 PM IST

ভুতল পরিবহন, সিটিসি সহ রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থার কর্মীদের অক্টোবর মাস থেকে বেতন হয়নি। বন্ধ পেনশন।  বকেয়া বেতন এবং পেনশনের দাবিতে এবার পথে নামল সিএসটিসি কর্মী সংগঠন এবং ক্যালকাটা ট্রামওয়েজ ওয়ার্কাস এন্ড এমপ্লয়িজ ইউনিয়ন। বৃহস্পতিবার বেলা একটা নাগাদ সুবোধমল্লিক স্কোয়ার থেকে বের হয় প্রতিবাদ মিছিল। মিছিলে সামিল হন প্রায় এক হাজার পরিবহণ কর্মী। সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল প্রথমে যায় মধ্য কলকাতায় রাজ্য পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ে। এরপর আর এন মুখার্জি রোডে সিটিসি-র সদর দফতরে যায় বিক্ষোভ মিছিল। দুই জায়গাতেই পরিবহন কর্মীদের সংগঠনের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয়। আর এন মুখার্জি রোড থেকে বের হয়ে মিছিল শেষ হয় ধর্মতলা ট্রামডিমোয়।

.