রাজ্যে প্রতিবন্ধীদের জন্যেও নতুন প্রকল্পের দাবি মুখ্যমন্ত্রীর কাছে
প্রথম দফায় রাজ্যে দায়িত্বে এসেই চালু করেছিলেন কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প। সেই প্রকল্পের অধিনে রাজ্যের বহু কিশোর-কিশোরী থেকে যুবক যুবতী তার সুযোগ-সুবিধা ভোগ করেছে। এখনও করছে। এবার তাই প্রতিবন্ধীদের জন্যেও একটি প্রকল্প আনুন মুখ্যমন্ত্রী। অনুরোধ করলেন বিশিষ্ট অস্থি বিশেষজ্ঞ MM ঘটক।
ওয়েব ডেস্ক : প্রথম দফায় রাজ্যে দায়িত্বে এসেই চালু করেছিলেন কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প। সেই প্রকল্পের অধিনে রাজ্যের বহু কিশোর-কিশোরী থেকে যুবক যুবতী তার সুযোগ-সুবিধা ভোগ করেছে। এখনও করছে। এবার তাই প্রতিবন্ধীদের জন্যেও একটি প্রকল্প আনুন মুখ্যমন্ত্রী। অনুরোধ করলেন বিশিষ্ট অস্থি বিশেষজ্ঞ MM ঘটক।
আরও পড়ুন- নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হাওড়া জেলা হাসপাতালের চলল রান্না
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে মৌলালি যুবকেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রতিবন্ধীকে তিনচাকার সাইকেল এবং ক্র্যাচ দেওয়া হয়। MM ঘটকের মতে রাজ্যের লক্ষ লক্ষ প্রতিবন্ধী মানুষ যাতে পেশাগত ক্ষেত্রে সরকারি সহযোগিতা পান, তার ব্যবস্থা করা উচিত।