প্রাথমিক শিক্ষকদের পাশে দিলীপ ঘোষ, অনশন মঞ্চ থেকেই দুষলেন রাজ্য সরকারকে

শনিবার অষ্টম দিনে পড়েছে সেই অনশন। এদিন সকালে আন্দোলন মঞ্চে এসে উপস্থিত হন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বেশ কিছুক্ষণ অনশনরত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন তিনি।

Updated By: Jul 20, 2019, 03:46 PM IST
প্রাথমিক শিক্ষকদের পাশে দিলীপ ঘোষ, অনশন মঞ্চ থেকেই দুষলেন রাজ্য সরকারকে

নিজস্ব প্রতিবেদন: পিআরটি স্কেলের দাবিতে বিকাশ ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন প্রাথমিক শিক্ষকরা। শনিবার অষ্টম দিনে পড়েছে সেই অনশন। এদিন সকালে আন্দোলন মঞ্চে এসে উপস্থিত হন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বেশ কিছুক্ষণ অনশনরত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন তিনি।

এদিন অনশনকারী শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন মঞ্চ থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মেদিনীপুরের সাংসদ। শিক্ষক-শিক্ষিকাদের এই অবস্থার জন্য দায়ি করেছেন রাজ্য সরকারকেই। এমনকী 'নির্মম' বলেও সরকারকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

শুক্রবার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্য সরকার পদক্ষেপ না করলে অনশন চালিয়ে যাবেন তাঁরা। বর্তমানে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের বেতন কাঠামো ৫,৪০০-২৫,২০০। গ্রেড পে-২,৩০০/২,৬০০। অন্যান্য রাজ্যের তুলনায় যা অনেকটাই কম। আর এই বেতন বৈষম্য দূর করতেই প্রাথমিক শিক্ষকরা অনশনে বসেছেন। তাঁদের দাবি না মানা পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন বলেই সাফ জানিয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত ২০ জন শিক্ষক এই অনশনে অংশ নিয়েছেন। গুরুতর অসুস্থ হয়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন। 

আরও পড়ুন: দেশের সঙ্গে তাল মিলিয়ে বেতনবৃদ্ধির দাবিতে প্রাথমিক শিক্ষকদের অনশন অষ্টম দিনে

এ বিষয়ে আন্দোলনকারীদের অভিযোগ শিক্ষামন্ত্রীর কাছে বারংবার দাবি জানিয়েও কোনও সমস্যার সুরহা হয়নি। সেই কারণেই আন্দোলনের পথ বেছে নিয়েছেন তাঁরা। যদিও আজ অনশনকারীদের ৫ প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক থেকে কোনও সমাধান সূত্র মেলে কিনা এখন সেটাই দেখার। 

.