Gujarat Shocker: মোদীরাজ্যে আদিবাসী মহিলাকে নগ্ন করে বাইকে বেঁধে গ্রাম ঘোরাল ১৫ 'অমানুষ'! মধ্যযুগীয় চরম বর্বরতা...
Extramarital affair: নির্যাতিতাকে দাহোদ গ্রাম থেকে মহিলা ও নাবালক-সহ ১৫ থেকে ২০ জন অপহরণ করেছিল। প্রেমিকের বাড়ি থেকে নগ্ন করে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামী খুনের অপরাধে জেলবন্দি। অন্য পুরুষের প্রেমে পড়েন মহিলা। আর সেটাই নাকি তাঁর চরম ভুল। সেই ভুলের শাস্তি যে এইভাবে তাকে দেওয়া হবে, তিনি তা দুঃস্বপ্নেও ভাবেনি। বাপের বাড়ি থেকে তুলে এনে নগ্ন করে বাইকে বেঁধে গোটা গ্রাম ঘোরানো হয়। ঘটনাটি ঘটে গুজরাতের দাহোদ জেলায়।
২৮ জানুয়ারি গত মঙ্গলবার গুজরাতের দাহোদ জেলার ধলসিমাল গ্রামে আদিবাসী মহিলাকে নগ্ন করা হয়। তারপর তাঁকে একটি মোটরসাইকেলে বেঁধে গোটা গ্রাম ঘোরানো হয়। এই ঘৃণ্যতম ঘটনায় পুলিস চার মহিলা এবং নাবালক-সহ অন্তত ১৫ জনকে গ্রেফতার করেছে। এমনকী পুলিস সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা অভিযুক্তরা মোবাইলে রেকর্ড করে। এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, যা ভাইরাল হয়। স্থানীয় কর্তৃপক্ষ দোষীদের কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে।
এক জাতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতাকে দাহোদ গ্রাম থেকে মহিলা ও নাবালক-সহ ১৫ থেকে ২০ জন অপহরণ করেছিল। ভাইরাল ভিডিয়োটি তদন্তের পর জানা যায়, নির্যাতিতাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে পুলিস। পুলিস জানিয়েছে, ঘটনাটি সানজেলি তালুকের অধীন ঘটেছে। গ্রামেরই এক মহিলা জানান, নির্যাতিতা একজন বিবাহিত মহিলা এবং তিনি গ্রামেরই এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
আরও পড়ুন:Road Accident: বেপরোয়া ক্যাবের ধাক্কা ম্যাটাডোরে! তরুণী ছিটকে গিয়ে...
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নির্যাতিতা তাঁর স্বামীর এক খুড়তুতো ভাই তাঁকে তাঁর প্রেমিকের সঙ্গে দেখে ফেলে। সেই এইকথা গোটা গ্রামে চাউর করে। অন্যদিকে, নির্যাতিতার স্বামী খুনের অপরাধে জেলবন্দি। স্বামীর জেলে যাওয়ার পর তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। কিন্তু কয়েক মাস আগে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তাই তিনি বাপের বাড়ি চলে যান।
পুলিস জানায়, নির্যাতিতা শ্বশুরবাড়ির গ্রামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই ব্যক্তির সঙ্গে থাকার জন্য তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান। এই ঘটনা জানাজানি হতেই ওই গ্রামের ১৫-২০ জনের একটি দল জড়ো হয়ে নির্যাতিতার প্রেমিকের বাড়ি পৌঁছে যায়। সেখান থেকে নির্যাতিতাকে টেনে হিঁচড়ে বের করে। এরপর তাঁকে নগ্ন করে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।
গুজরাতের মন্ত্রী রুশিকেশ প্যাটেল বলেছেন, 'ঘটনাটি সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক। ভিডিয়ো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র দফতরের নজরে আসে। ভিডিয়ো প্রমাণের ভিত্তিতে ১৫ জনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)