'সারা দেশের জানা উচিত বাংলায় কী চলছে', শাহী-হুঁশিয়ারি নিয়ে মন্তব্য দিলীপের

এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ অমিত শাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কী বললেন? 

Updated By: May 15, 2022, 02:03 PM IST
'সারা দেশের জানা উচিত বাংলায় কী চলছে', শাহী-হুঁশিয়ারি নিয়ে মন্তব্য দিলীপের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: শনিবার হায়দরাবাদে বাংলার ‘হিংসা’ নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী বছর তেলেঙ্গানায় ভোট। তার আগেই শাহ দক্ষিণী এই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্র শেখর রাওকে পালাবদলের চ্যালেঞ্জ জানিয়েছেন। দাবি করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বাংলা বানানোর চেষ্টা করছে। বাংলার প্রসঙ্গ টেনে বলেন, ‘তেলেঙ্গানার অবস্থা বাংলার মত। বাংলায় দিনে-দুপুরে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে। অত্যাচার চলছে। তেলেঙ্গানাবাসী নিশ্চই ওই পরিস্থিতি চান না। তাই চন্দ্রশেখর রাওকে রুখতেই হবে। না বলে বড় বিপদ এই রাজ্যের জন্য।’

এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ অমিত শাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ''আটজন মহিলা দুজন শিশুকে পুড়িয়ে মারা হয় ঘরের ভেতরে। সেখানে বদনাম হয় না। ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করা হচ্ছে। পাড়ায় পাড়ায় এরকম ঘটনা হচ্ছে খুন হচ্ছে তাতে বাংলার বদনাম হয়নি। অমিত শাহ বললে বাংলার বদনাম হয়ে যাবে সারা দেশের জানার দরকার আছে পশ্চিমবাংলায় রাজনীতি কিভাবে চলছে, কিভাবে আইনের ব্যবস্থা আছে গণতন্ত্র কি অবস্থায় আছে।''

তিনি আরও বলেন, ''সারাদেশের জানা উচিত তেলেঙ্গানাতেও ইদানিং যেহেতু আমাদের পার্টি শক্তিশালী হয়েছে, হায়দ্রাবাদ কর্পোরেশন নির্বাচনে ভালো রেজাল্ট করেছি তারপর থেকে বিজেপির উপর অত্যাচার শুরু হয়ে গেছে। সঞ্জয় কুমার যিনি ওখানকার প্রেসিডেন্ট আছেন বিজেপির এবং এমপি পার্টি অফিসের গ্রিল কেটে গ্যাস কাটার দিয়ে তাকে ওখান থেকে গ্রেফতার করা হয়েছে। আর অত্যাচার হচ্ছে স্বাভাবিকভাবে এখানকার পরিস্থিতি সঙ্গে তুলনা করেছেন উনি।'' 

আরও পড়ুন, Serampore: পুলিস ফাঁড়িতে উদ্ধার কনস্টেবলের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য শ্রীরামপুরে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.