করোনা আতঙ্কেও দোল খেলার ইচ্ছা দিলীপের, অনুমতি দিয়ে বড় দাদার মতো পরামর্শ মোদীর
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীকে হোলি মিলন উত্সবে সামিল না হওয়ার পরামর্শ দিয়েছেন।
![করোনা আতঙ্কেও দোল খেলার ইচ্ছা দিলীপের, অনুমতি দিয়ে বড় দাদার মতো পরামর্শ মোদীর করোনা আতঙ্কেও দোল খেলার ইচ্ছা দিলীপের, অনুমতি দিয়ে বড় দাদার মতো পরামর্শ মোদীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/07/238234-dilipmodi.jpg)
নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজে হোলি মিলন উত্সবে সামিল হচ্ছেন না। বছরে একবারই আসে দোল। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনুমতি নিয়ে এসেছেন দিলীপ ঘোষ। বড় দাদার মতো সতর্কও করে দিয়েছেন নরেন্দ্র মোদী।
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীকে হোলি মিলন উত্সবে সামিল না হওয়ার পরামর্শ দিয়েছেন। তা মেনে এবছর উত্সবে সামিল হচ্ছেন না মোদী। দলের নেতাদেরও সাবধান থাকার বার্তা দিয়েছেন। কিন্তু বছরে একবার দোল আসে, তাই উত্সব থেকে বিরত থাকতে চাননি বিজেপির রাজ্য সভাপতি। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির কাছ থেকে পশ্চিমবঙ্গের খোঁজখবর নেন মোদী। তার ফাঁকে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন। বড়দাদার মতো দিলীপবাবুকে বলেছেন, ''প্রধানমন্ত্রী বলেছেন, বড় জমায়েত করবেন না। সতর্ক থাকবেন।
মোদীর অনুমতি মেলার পর এদিন দিলীপবাবু বলেন,''দোলে আমি বেরোব। একটা সামাজিত উত্সবে বহু লোকের সঙ্গে যোগাযোগ হয়। জনসম্পর্ক করতে বেরোব। মানুষের সঙ্গে দেখা করব।''
করোনা নিয়ে কেন্দ্রীয় সরকারের তত্পরতার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, দিল্লির হিংসা থেকে নজর ঘোরাতে করোনা নিয়ে প্রচার চলছে। শুক্রবার রাজ্যে করোনার মোকাবিলায় বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দেন, কীভাবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ওই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,''করোনা নিয়ে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেওয়ায় মুখ্যমন্ত্রীর কষ্ট হয়েছিল। উনি দেশের বড় ডাক্তার। উনি বলেছেন, বাংলায় ভয় নেই। কী অস্ত্র আছে ওনার কাছে তা উনিই জানেন। রাজনৈতিক কথাবার্তায় জীবন বিপন্ন করবেন না।''
আরও পড়ুন- পোস্টার টাঙালে গর্ব হয় না: দিলীপ,বিজ্ঞাপন দিয়ে জ্যোতি-বুদ্ধকে বলতে হয়নি: সূর্য