"যারা দুর্নীতিতে ডুবে আছেন তাঁরা সেতু ইস্যুর নিচে আশ্রয় নিতে চাইছেন", কটাক্ষ দিলীপের
"মালবাজার বিপর্যয়ে এক মাস পর গিয়েছেন মুখ্যমন্ত্রী", ব্রিজ-বিপর্যয় তরজায় সরব দিলীপ। বিজেপি নেতা বলেন, ''দুর্ঘটনা ঘটেছে। জীবনহানি হয়েছে। দোষীর সাজা পাওয়া উচিত। সরকার খুঁজছে তাদের। ইতিমধ্যেই ৯ জন গ্রেফতার হয়েছে। এর আগে তো পোস্তায় নির্মীয়মাণ ব্রিজ ভেঙেছিল। মালবাজারে প্রশাসনের তৈরী করা বিপর্যয় মানুষ মেরেছে। ওখানেও তো সরকার ফিট সার্টিফিকেট দেয়নি।''
!["যারা দুর্নীতিতে ডুবে আছেন তাঁরা সেতু ইস্যুর নিচে আশ্রয় নিতে চাইছেন", কটাক্ষ দিলীপের "যারা দুর্নীতিতে ডুবে আছেন তাঁরা সেতু ইস্যুর নিচে আশ্রয় নিতে চাইছেন", কটাক্ষ দিলীপের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/11/01/394797-dilip.jpg)
অয়ন ঘোষাল: আসন্ন গুজরাত বিধানসভার আগে সেতু বিপর্যয়ের পর থেকেই দেশে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এরই মধ্যে সেখানে নির্বাচনী সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটায় বিরোধীরাও সুর চড়িয়েছেন। একাধিক মন্তব্য এসেছে তৃণমূলের তরফে। যা নিয়ে সরব হয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন, Morbi bridge collapse: গুজরাটের ব্রিজ বিপর্যয়ে তটস্থ মমতা প্রশাসন, তড়িঘড়ি নেওয়া হল একাধিক পদক্ষেপ
এদিন নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ বলেন, "দুর্ঘটনা ঘটেছে। জীবনহানি হয়েছে। দোষীর সাজা পাওয়া উচিত। সরকার খুঁজছে তাদের। ইতিমধ্যেই ৯ জন গ্রেফতার হয়েছে। এর আগে তো পোস্তায় নির্মীয়মাণ ব্রিজ ভেঙেছিল। মালবাজারে প্রশাসনের তৈরী করা বিপর্যয় মানুষ মেরেছে। ওখানেও তো সরকার ফিট সার্টিফিকেট দেয়নি। কিন্তু গুজরাতে এই সেতু বিপর্যয়ের পর প্রায় সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী পটেল সেখানে গিয়েছেন। আর মালবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস বাদে গিয়েছেন। আসলে দুর্নীতিতে যারা ডুবে আছেন, তাঁরা এখন সেতুর নিচে আশ্রয় পেতে চাইছেন।"