মিছিল মিটিং-এর জেরে দুপুরে যানজট হওয়ার সম্ভাবনা কলকাতায়
একগুচ্ছ মিটিং মিছিলের জেরে আজ দুপুরে মধ্য কলকাতায় ব্যাপক যানজটের সম্ভাবনা। আজ বেলা ১২টায় শহিদ মিনারে সিদিকুল্লার ডাকে সভা। সভায় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। সভায় মিছিল আসবে হাওড়া, শিয়ালদা সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে।
![মিছিল মিটিং-এর জেরে দুপুরে যানজট হওয়ার সম্ভাবনা কলকাতায় মিছিল মিটিং-এর জেরে দুপুরে যানজট হওয়ার সম্ভাবনা কলকাতায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/26/45596-traffic-jam.jpg)
ওয়েব ডেস্ক: একগুচ্ছ মিটিং মিছিলের জেরে আজ দুপুরে মধ্য কলকাতায় ব্যাপক যানজটের সম্ভাবনা। আজ বেলা ১২টায় শহিদ মিনারে সিদিকুল্লার ডাকে সভা। সভায় হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। সভায় মিছিল আসবে হাওড়া, শিয়ালদা সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে।
বেলা ১টায় ধর্মতলায় রানি রাসমনি রোডে আবদুর রেজ্জাক মোল্লার ডাকে জমায়েত। মিছিল আসবে মূলত শিয়ালদা ও কলেজ স্ট্রিট এলাকা থেকে।
বেলা ১টায় DSO-র ডাকে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। দুপুরে হাজি মহম্মদ মহসীন স্কোয়ার থেকে মাদ্রাসা শিক্ষকদের ধর্মতলা পর্যন্ত মিছিল। ঘণ্টাখানেক সময়ের ব্যবধানে ৪ ৪টি সমাবেশ ও মিছিলের জেরে আজ দুপুরে যানজটের সম্ভাবনা মধ্যে কলকাতা জুড়ে। যেসব রাস্তায় যানজট হতে পারে, সেগুলির মধ্যে রয়েছে স্ট্র্যান্ড রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড , লেনিন সরণি ও গোটা ধর্মতলা চত্বর।