হাওড়া, শিয়ালদহতে পুরনো টাইম টেবিলে ফিরছে লোকাল ট্রেন, সিদ্ধান্ত পূর্ব রেলের
পুর্ব রেল বুধবার রাত থেকেই রাতের ট্রেনগুলির সময় বাড়িয়ে দিয়েছে
নিজস্ব প্রতিবেদন: স্বাভাবিক টাইম টেবিলে ফিরছে পূর্ব রেল। ধাপে ধাপে পূর্ব রেলের সব শাখায় ট্রেন চলবে আগের নিয়মে।
শেষ হাওড়া-ব্যান্ডেল লোকাল ছাড়বে রাত ১১.৪৫ মিনিটে। শেষ হাওড়া-বর্ধমান লোকাল (কর্ড লাইন) ছাড়বে রাত ১১.৪০ মিনিটে।
আরও পড়ুন: ভুয় সাইবার প্রতারণা চক্রের হদিশ বিধাননগরে, অধরা মূল চক্রি
ইতিমধ্যে রেল বোর্ড পুর্ব রেলকে যে নির্দেশিকা দিয়েছে তাতে বলা হয়েছে যে লাইফলাইন অর্থাৎ সাবার্বাণ রেলওয়ে যাকে লোকাল ট্রেন বলা হয়, তাকে যত দ্রুত সম্ভব আগের অবস্থা, অর্থাৎ কোভিড পুর্ববর্তি স্বাভাবিক অবস্থায়, ফিরিয়ে দিতে হবে। হাওড়া এবং শিয়ালদহ এই দুই শাখার ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে।
এই নির্দেশ মোতাবেক পুর্ব রেল বুধবার রাত থেকেই রাতের ট্রেনগুলির সময় বাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র রাত ৩টে থেকে ভোর ৫টা পর্যন্ত, অর্থাৎ প্রথম লোকাল, শিয়ালদহ মেন, নর্থ এবং সাউথ শাখায় চালানো যাচ্ছে না। শিয়ালদহ দক্ষিন শাখায় ইতিমধ্যেয়ি যাত্রী অসন্তোষ দেখা গেছে ভোরের ট্রেন না চলায়। কিন্তু এই ক্ষেত্রে রেলের বক্তব্য, যেহেতু নবান্নের নির্দেশিকায় এখনও সকাল ৫টা পর্যন্ত নৈশ কারফিউ বলবত রয়েছে তাই সেটিকে ভেঙে তাদের পক্ষে লোকাল ট্রেন চালানো সম্ভব নয়।