Rajya Sabha Election: পঞ্চায়েত মিটলেই রাজ্যসভায় বাংলার ৭ আসনে ভোট, জারি নির্দেশিকা
এ রাজ্যের ৬ আসন এখন তৃণমূলের দখলে। একটি আসন খালি। গাস্টেই শেষ হচ্ছে রাজ্যসভার সাংসদের মেয়াদ।
সুতপা সেন: একজন ইস্তফা দিয়েছেন। বাকি ৬ জনেরও মেয়াদ শেষের মুখে। রাজ্যসভায় এ রাজ্য়ের ৭ আসনে এবার ভোট হবে। কবে? ২৪ জুলাই। নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
বছর ঘুরলে লোকসভা ভোট। ২০২৪-এ বিজেপির বিরুদ্ধে একজোট বিরোধীরা। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে পাটনায় বৈঠক করেছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস-সহ ১৭টি দল। একমঞ্চে দেখা গিয়েছে সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে কাটছে জট, জেলায় পাঠানো হচ্ছে ৩১৫ কোম্পানি বাহিনী
এদিকে চলতি বছরের অগস্টেই শেষ হচ্ছে রাজ্যসভার সাংসদের মেয়াদ। এ রাজ্যের ৬ আসন এখন তৃণমূলের দখলে। একটি আসন খালি। কেন? একুশের বিধানসভা ভোটের আগে ইস্তফা দেন অর্পিতা ঘোষ। তাঁর জায়গায় রাজ্যসভার সাংসদ হন লুইজিনহো ফেলেইরো। গোয়ার দু'বারের মুখ্যমন্ত্রী তিনি। গোয়ার বিধানসভার ভোটের আগে কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। কিন্তু এ রাজ্যের শাসকদল জাতীয় দল তকমা হারাতেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
রাজ্যসভায় এবার কাদের পাঠাবে তৃণমূল? ৮ জলাই রাজ্য়ে পঞ্চায়েত ভোট। ভোটের পর বৈঠকে করে প্রার্থীদের নাম চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর তেমনই।