প্রবেশ কর থেকে কমছে রাজস্ব আদায়, স্বীকার করে নিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র

এক বছরেই রাজ্যে প্রবেশ কর থেকে কমছে রাজস্ব আদায়। বিধানসভায় স্বীকার করে নিলেনঅর্থমন্ত্রী অমিত মিত্র। একাধিক সংস্থা প্রবেশ কর নিয়ে মামলা করার কারণেই কর আদায়ে ঘাটতি বলে দাবি অর্থমন্ত্রীর। স্থানীয় এলাকায় প্রবেশ কর বাবদ রাজস্ব আদায় কমেছে রাজ্যে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের প্রশ্নের তোলা উত্তরে একথা জানিয়েছিন অর্থমন্ত্রী অমিত মিত্র।

Updated By: Jun 17, 2014, 08:34 PM IST

এক বছরেই রাজ্যে প্রবেশ কর থেকে কমছে রাজস্ব আদায়। বিধানসভায় স্বীকার করে নিলেনঅর্থমন্ত্রী অমিত মিত্র। একাধিক সংস্থা প্রবেশ কর নিয়ে মামলা করার কারণেই কর আদায়ে ঘাটতি বলে দাবি অর্থমন্ত্রীর। স্থানীয় এলাকায় প্রবেশ কর বাবদ রাজস্ব আদায় কমেছে রাজ্যে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের প্রশ্নের তোলা উত্তরে একথা জানিয়েছিন অর্থমন্ত্রী অমিত মিত্র।

দু হাজার বারো তেরোতে এই বাবদ আদায় হয়েছিল ১২৮৩.৭২ কোটি টাকা। বর্তমান আর্থিক বছরে তা কমে দাঁড়িয়েছে ৯৯৯.৫৮ কোটি টাকায়। কিন্তু, কেন কমল রাজস্ব। তারও যুক্তি দিয়েছেন অর্থমন্ত্রী। মন্ত্রী জানিয়েছেন, প্রবেশকর নিয়ে বেশকয়েকটি মামলা চলছে। সেজন্যই রাজস্ব ঘাটতি। রাজ্য সরকারের পক্ষ থেকেও ডিভিশন বেঞ্চে আপিল করা হয়েছে। দ্রুত এই সমস্যা কেটে যাবে বলে আশ্বাস অর্থমন্ত্রীর। সরকারের ঘোষণা ছিল এই প্রবেশ কর থেকে পাওয়া অর্থ থেকে ক্ষতিপূরণ তহবিল গঠন করা হবে। সূর্যকান্ত মিশ্রের প্রশ্ন ছিল আদৌ এই তহবিল গঠন করা হয়েছে কীনা। মন্ত্রীর উত্তর আলাদাভাবে কোনও তহবিল গঠন করা না হলেও, প্রবেশ কর পাওয়া অর্থ দিয়ে জেলার পরিকাঠামোর উন্নয়ন করছে সরকার। প্রবেশ কর চালু হলে জিনিসের দাম বাড়বে এমন অভিযোগ বার বারই উঠেছে বিরোধীদের পক্ষ থেকে । মন্ত্রীর দাবি, ফল সব্জি সহ নিত্যপ্রয়োজনীয় কোনও জিনিসের ওপর থেকে কোনও কর আদায় করে না সরকার, ফলে জিনিসের দাম বাড়ার ন্যূনতম কোনও সম্ভাবনা নেই।

.