Fake Post: এই পোস্টে সাবধান! Zee 24 Ghanta ষোলো বছর বয়সীদের চাকরি দেয় না
Fake Post Alert: জি ২৪ ঘণ্টার তরফে এমন কোনও পোস্ট করা হয়নি। বিশেষ করে, অনূর্ধ্ব ১৮ কোনও প্রার্থীকেই চাকরির আবেদনের জন্য অনুমতি দেয় না আমাদের সংস্থা।
![Fake Post: এই পোস্টে সাবধান! Zee 24 Ghanta ষোলো বছর বয়সীদের চাকরি দেয় না Fake Post: এই পোস্টে সাবধান! Zee 24 Ghanta ষোলো বছর বয়সীদের চাকরি দেয় না](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/30/506662-whatsapp-image-2024-11-30-at-5.35.18-pm.jpeg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু সময় ধরে এই পোস্টটি ঘুরছে। অনেকেই এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টাও করেছেন। তবে জি ২৪ ঘণ্টার তরফে এমন কোনও পোস্ট করা হয়নি। বিশেষ করে, অনূর্ধ্ব ১৮ কোনও প্রার্থীকেই চাকরির আবেদনের জন্য অনুমতি দেয় না আমাদের সংস্থা।
উপরিউক্ত এই পোস্টের সঙ্গে জি ২৪ ঘণ্টার কোনও যোগ নেই। যদি কেউ বা কারা সংস্থার নামে অপপ্রচারের চেষ্টা করেন তাদের চিনুন এবং সাবধান হোন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)