‘মানুষের কাছে আপনারা ভগবান’, ফেসবুক পোস্ট করে চিকিত্সকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ ফিরহাদের

ফেসবুকে তিনি এই নিয়ে দুটি পোস্টও করেছেন। তিনি লিখেছেন....

Updated By: Jun 14, 2019, 03:05 PM IST
‘মানুষের কাছে আপনারা ভগবান’, ফেসবুক পোস্ট করে  চিকিত্সকদের  কাজে যোগ দেওয়ার অনুরোধ ফিরহাদের

 নিজস্ব প্রতিবেদন: আন্দোলনরত চিকিত্সকদের কাছে কাজ শুরু করার অনুরোধ জানালেন ফিরহাদ হাকিম। ফেসবুকে তিনি এই নিয়ে দুটি পোস্টও করেছেন। তিনি লিখেছেন....

 

বৃহস্পতিবারই আন্দোলনরত চিকিত্সকদের পাশে থাকার বার্তা দিয়ে ফেসবুক পোস্ট করেন তাঁর মেয়ে শাব্বা হাকিম। ফিরহাদ কন্যা নিজেও পেশায় একজন চিকিত্সক। ফেসবুকে একটি পোস্ট করে, প্রয়োজন বুঝলে জুনিয়র ডাক্তাদের যাদবপুর কেপিসি হাসপাতালে আশ্রয় নেওয়ার কথা বলেছেন শাব্বা হাকিম।

 

এসএসকেএম-এ উত্তেজনা ছড়াতেই ফেসবুকে একটি পোস্ট করে শব্বা হাকিম লিখেছেন, এই পোস্টটি 'ডক্টরস বাই কজ'-এর তরফে। সেই পোস্টে লেখা, "যদি তোমরা কেউ নিজেকে নিরাপদ নয় বোঝো, তাহলে কেপিসি-তে চলে এস।" দেখুন সেই পোস্টটি-

উল্লেখ্য, গতকাল রাতেই ফেসবুকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে প্রথম পোস্টটি করেন ফিরহাদ কন্যা। সরকারি হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি নিয়ে পুলিস প্রশাসন এবং দলের নেতাদের চুপ থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন শাব্বা হাকিম। বিস্ফোরক ফিরহাদ কন্যা ফেসবুকে লেখেন, "যাঁরা বলছেন অন্য রোগীদের কী দোষ, দয়া করে তাঁরা প্রশাসনকে প্রশ্ন করুন  কেন সরকারি হাসপাতালে মোতায়েন পুলিসকর্মীরা চিকিত্‍সকদের নিরাপত্তা দিতে কিছু করতে পারেন না? দয়া করে তাঁদের প্রশ্ন করুন যে যখন দুই ট্রাক ভর্তি দুষ্কৃতী হাসপাতালে ঢুকল, তখন কেন তাদের সঙ্গে সঙ্গে বাধা দিয়ে, ফেরত পাঠানো হল না? প্রশ্ন করুন, কেন সরকারি হাসপাতালে দাপিয়ে বেড়ায় গুন্ডারা? যখন তখন মারধর করা হয় ডাক্তারদের?"

.