সাতসকালে সল্টলেকের বহুতলে আগুন! দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: সোমবার সাত সকালে আগুন লাগল সল্টলেকের একটি বহুতলে। জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ সল্টলেকের সেক্টর-৫ এলাকার ওই বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা।
এ দিন সকালে সল্টলেকের সেক্টর-৫ এলাকার বহুতল ডিএন-৩০-এ আগুন লাগে। ইলেক্ট্রিনিক্স থানার অন্তর্গত ওই বহুতল একটি কলসেন্টার রয়েছে। জানা গিয়েছে, আগুন লাগে ওই কলসেন্টারের চারতলায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ১০
প্রাথমিক ভাবে অনুমান, এই আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে। ওই বহুতলে কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।