সল্টলেকে ভষ্মীভূত ভূতল পরিবহণের ৬টি বাস
বিধাননগরে ভূতল পরিবহণ নিগমের ডিপোয় আগুন লেগে পুড়ে গেল ছ-টি বাস। পুড়ে গেছে স্টোর রুমের বিভিন্ন নথি। ঘটনাটি ঘটেছে আজ ভোররাতে। সকাল ন-টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।
বিধাননগরে ভূতল পরিবহণ নিগমের ডিপোয় আগুন লেগে পুড়ে গেল ছ-টি বাস। পুড়ে গেছে স্টোর রুমের বিভিন্ন নথি। ঘটনাটি ঘটেছে আজ ভোররাতে। সকাল ন-টা নাগাদ আগুন
নিয়ন্ত্রণে আনে দমকল। কী করে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। অন্তর্ঘাত কিনা তা তদন্ত করে দেখছে পুলিস।
শনিবার, ভোররাতে বিধাননগরে ভুতল পরিবহণ নিগমের ডিপোয় আগুন লেগে যায়। প্রথমে একটি বাসে আগুন লাগে। সেই আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দ্রুত ডিপোয় দাঁড়িয়ে থাকা অন্যান্য বাসে আগুন ছড়িয়ে পড়ে। ছটি বাসে আগুন ধরে যায়। আগুন ধরে যায় ডিপোর স্টোর রুমেও। পুড়ে যায় বেশকিছু নথি।
ছ-টি বাসই ভস্মীভূত হয়েছে। ডিপোর ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। দমকলের আটটি ইঞ্জিন পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডিপোয় যথাযথ অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখছে দমকল।