হিডকো জমি বণ্টন মামলায় আগাম জামিন পেলেন গৌতম দেব
হিডকোয় জমি বণ্টনে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় আগাম জামিন পেলেন গৌতম দেব। দুহাজার টাকার বন্ডে জামিন পান তিনি। আজ সকাল ১১টা নাগাদ গৌতম দেব পৌছন ব্যাঙ্কশাল কোর্টে। আগাম জামিন ছাড়াও আদালতে তিনি আবেদন জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে বারবার হাজিরা দেওয়ায় সমস্যা রয়েছে। তাই আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।
হিডকোয় জমি বণ্টনে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় আগাম জামিন পেলেন গৌতম দেব। দুহাজার টাকার বন্ডে জামিন পান তিনি। আজ সকাল ১১টা নাগাদ গৌতম দেব পৌছন ব্যাঙ্কশাল কোর্টে।
আগাম জামিন ছাড়াও আদালতে তিনি আবেদন জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে বারবার হাজিরা দেওয়ায় সমস্যা রয়েছে। তাই আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।
আগামী ২৮ জানুয়ারি এই আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে। আবাসন পর্ষদ বা হিডকোয় জমি বিলিতে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের নতুন সরকার পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছিল। তদন্তভার যায় সিআইডির হাতে। তাঁরা মামলার যে চার্জশিট পেশ করে, তাতে নাম ছিল ১৭ জনের। অভিযোগ আনা হয় তত্কালীন আবাসনমন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে।