বদল শুধু দিনে, হাইকোর্টে একই প্রস্তাব পেশ সরকারের
একই প্রস্তাব। তবে এবার সরাসরি কমিশনকে নয়। হাইকোর্টে বিচারপতির এজলাসে রাজ্য সরকার জানাল তারা ভোট করতে চায় পাঁচ ও আটই মে। সরকারের এই কৌশলী অবস্থানে অবশ্য চিঁড়ে ভেজার নয়। কমিশনের আইনজীবী জানিয়েছেন, এখনও তাঁরা সন্তুষ্ট নন।
একই প্রস্তাব। তবে এবার সরাসরি কমিশনকে নয়। হাইকোর্টে বিচারপতির এজলাসে রাজ্য সরকার জানাল তারা ভোট করতে চায় পাঁচ ও আটই মে। সরকারের এই কৌশলী অবস্থানে অবশ্য চিঁড়ে ভেজার নয়। কমিশনের আইনজীবী জানিয়েছেন, এখনও তাঁরা সন্তুষ্ট নন।
বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল ফের রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুলেছিলেন। সেই অবস্থাতেই নাটকীয় অবস্থান নেন অ্যাডভোকেট জেনারেল। আদালত কক্ষেই হঠাত্ করে তিনি একটি চিঠি বার করে জানান, সরকার নির্বাচন করতে আগ্রহী। সেই চিঠির প্রতিলিপি দেওয়া হয় কমিশনের আইনজীবীকেও।
সরকারের নয়া প্রস্তাব নির্বাচন হোক পাঁচ ও আট মে। নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা রাজ্যই করবে প্রয়োজনে ভিনরাজ্য থেকে সশস্ত্র বাহিনী আনা হবে
রাজ্য সরকারের এই প্রস্তাবে শুধুমাত্র নতুন দুটি দিনের কথা জানানো হয়েছে। কিন্তু পর্যায় এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে একই অবস্থানে রয়েছে রাজ্য। স্বাভাবিকভাবেই এই প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেননি কমিশনের আইনজীবী।
আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি। উভয়পক্ষ আলোচনা করে তাঁদের মতামত জানাবেন আদালতে।