বাতিল ছুটি, স্থগিত অপারেশন, হাসপাতালে ভিড় কমাতে ব্যবস্থা স্বাস্থ্য ভবনের

হাসপাতালগুলিতে ভিজিটিং আওয়ার্সে পরিবর্তন করা হচ্ছে। 

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Mar 21, 2020, 06:47 PM IST
বাতিল ছুটি, স্থগিত অপারেশন, হাসপাতালে ভিড় কমাতে ব্যবস্থা স্বাস্থ্য ভবনের

নিজস্ব প্রতিবেদন: করোনা সরকারি হাসপাতালে সমস্ত কর্মীদের ছুটি বাতিল করল স্বাস্থ্যভবন। জরুরির কারণ ছাড়া আধিকারিক থেকে সাফাই কর্মী-কারও ছুটি মঞ্জুর করা হবে না। এর পাশাপাশি সরকারি হাসপাতালে রোগীর পরিজনদের সঙ্গে সাক্ষাতের নিয়মেও লাগু হল বিধিনিষেধ।      

স্বাস্থ্য ভবন নির্দেশিকা দিয়ে জানাল, করোনাভাইরাসের প্রকোপে মাতৃত্বকালীন, অসুস্থতা, পরিজন বিয়োগ ছাড়া ছুটি দেওয়া হবে না। সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হল।     

এর পাশাপাশি হাসপাতালে ভিড় কমাতেও সচেষ্ট হল প্রশাসন। নির্দেশিকায় জানানো হয়েছে, 

রোগীর পরিজনরা হাসপাতালে অপেক্ষা করতে পারবেন না, থাকতে পারবেন না। 

হাসপাতালগুলিতে ভিজিটিং আওয়ার্সে পরিবর্তন করা হচ্ছে, যাতে একই সময়ে প্রচুর মানুষ একসঙ্গে জড়ো হতে না পারেন। 

হাসপাতালে ভর্তি রোগীকে দেখতে দিনে একবার পরিজনদের একজন যেতে পারবেন।

আগে থেকে কোনও অস্ত্রোপচারের পরিকল্পনা করা থাকলে সেগুলি অন্তত ১ মাস পিছিয়ে দিতে হবে । 

যে বিভাগের চিকিৎসকরা সরাসরি ইমার্জেন্সির সঙ্গে যুক্ত নন, যেমন ফিজিওলজি, অ্যানাটমি বা ফরেনসিক মেডিসিন, সেই চিকিৎসকদের বড় একটা অংশকে সরিয়ে নিয়ে ফিভার ক্লিনিক চালানো হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অনুরোধ করেছিলেন, রুটিন চেকআপের জন্য হাসপাতালে যাবেন না।  সুযোগ থাকলে চিকিত্সকের সঙ্গে ফোনে পরামর্শ নিন। শল্য চিকিত্সা জরুরি না হলে তারিখ পিছিয়ে দিন। কারণ, হাসপাতালে ভিড় কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি হাসপাতালের পরিকাঠামোকে কাজে লাগানো হচ্ছে করোনা প্রতিরোধে।   

আরও পড়ুন- করোনা বধে নবরাত্রিতে দেশবাসীকে ৯টি টোটকা প্রধানমন্ত্রীর

.