৬৮তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, কলকাতা জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা
ওয়েব ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে কলকাতা শহরজুড়ে কড়া নিরাপত্তা। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রায় ৫ হাজার পুলিসকর্মী। মোতায়েন রয়েছে ৩ টি কুইক রেসপন্স টিম। রেড রোডে রাখা হয়েছে ১০ টি বাঙ্কার। নজরদারি চালাতে রয়েছে ১০ টি ওয়াচ টাওয়ার। এছাড়াও থাকছে ১১টি রেডিও ফ্লাইং স্কোয়াড।
দেশের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ও।
गणतंत्र दिवस की सभी देशवासियों को बहुत-बहुत शुभकामनाएं। #RepublicDay greetings to everyone.
— Narendra Modi (@narendramodi) January 26, 2017
Heartiest greetings to all on 68th #RepublicDay pic.twitter.com/qeQEeFIy3x
— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2017
৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আলোক সজ্জায় সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন 'রাইসিনা হিল'।
Rashtrapati Bhavan and Jaipur Column illuminated to mark Republic Day 2017; illumination will continue till January 29 pic.twitter.com/J7phARCJEK
— President of India (@RashtrapatiBhvn) January 25, 2017