স্বামী যে সন্দেহ করতেন তা প্রতিবেশীদের জানান গৃহবধূ, তাতেই ঘটনার মোড় নিল অন্য

নেতাজি কলোনির একটি বহুতলে দীর্ঘদিন ধরেই থাকতেন চন্দন দাস ও তাঁর দীপান্বিতা। 

Updated By: Jun 12, 2018, 06:05 PM IST
স্বামী যে সন্দেহ করতেন তা প্রতিবেশীদের জানান গৃহবধূ, তাতেই ঘটনার মোড় নিল অন্য

নিজস্ব প্রতিবেদন:  বরানগরে গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ মহিলার পরিবারের।

আরও পড়ুন: হাওড়া-শিয়ালদাকেও এবার হার মানাবে এই রেলস্টেশন!

নেতাজি কলোনির একটি বহুতলে দীর্ঘদিন ধরেই থাকতেন চন্দন দাস ও তাঁর দীপান্বিতা। সোমবার রাতে ওই বহুতলের ফ্ল্যাট থেকে দীপান্বিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: গরুর সঙ্গে প্রকাশ্যে ঘৃণ্য কাজ, ভাইরাল ভিডিও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যেই নিত্য ঝামেলা লেগে থাকত।  প্রতিবেশীদের অভিযোগ, স্ত্রীকে সন্দেহ করতেন চন্দন, তার জেরেই চলত বিবাদ-অত্যাচার। গতকালও তাঁদের ঝগড়া হয়। রাতে দীপান্বিতার বাপের বাড়িতে খবর যায় তিনি অসুস্থ। বাপের বাড়ির লোকজন এসে দেখেন দীপান্বিতার মৃত্যু হয়েছে। চন্দন দাসের বিরুদ্ধে বরানগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর চন্দন দাসকে গ্রেফতার করেছে পুলিস।

.