সিঙ্গাপুর যেতে হলে আর যেতে হবে না দিল্লি, কলকাতা থেকেই সরাসরি উড়ান
দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে এবার কলকাতা থেকে সরাসরি উড়ান। সৌজন্যে বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগো।
![সিঙ্গাপুর যেতে হলে আর যেতে হবে না দিল্লি, কলকাতা থেকেই সরাসরি উড়ান সিঙ্গাপুর যেতে হলে আর যেতে হবে না দিল্লি, কলকাতা থেকেই সরাসরি উড়ান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/01/45837-4indigoflight.jpg)
ওয়েব ডেস্ক: দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে এবার কলকাতা থেকে সরাসরি উড়ান। সৌজন্যে বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগো।
কি উদ্যোগ নিতে চলেছে ইন্ডিগো?
দেরাদুন, উদয়পুর, শ্রীনগরে চালু হচ্ছে ইন্ডিগোর সরাসরি উড়ান পরিষেবা। চালু হবে ২০১৬ এর ফেব্রুয়ারি থেকেই। একইসঙ্গে ঢাকা ও সিঙ্গাপুরেও সরাসরি উড়ান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো।
এতদিন পর্যন্ত দিল্লি হয়ে এই সব জায়গায় যেতে হত কলকাতার যাত্রীদের। এতে টাকা এবং সময় দুই বেশি লাগত। এখন থেকে আর ঘুরপথে নয়, সোজাসুজি উড়ানে পাড়ি জমানো যাবে ওই পর্যটন কেন্দ্রগুলিকে । এতে সময় ও টাকা, দুয়েরই সাশ্রয় হবে। কলতাচা দিল্লি উড়ানে চাপ ক্রমশ বাড়ছে। যাত্রীদের সুবিধার জন্য কলকাতা-দিল্লি উড়ানের সংখ্যা আট থেকে বাড়িয়ে এগারোটি করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি এই বিমান সংস্থা। পরিকল্পনা বাস্তবায়নে কুড়িটি বাড়তি উড়ান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো।