Kolkata: নিউরোসায়েন্সের কার্নিশে রোগী, দেড়ঘণ্টা পর ৭ তলা থেকে ঝাঁপ, দেখুন হাড়হিম ভিডিও
শনিবার সকালে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের কার্নিশে এক রোগী উঠে পড়েন। হাসপাতালের জানলা বেয়েই কার্নিশে চলে যায় ওই রোগী।
নিজস্ব প্রতিবেদন: শনিবার সকালে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের (I-NK) কার্নিশে এক রোগী উঠে পড়েন। হাসপাতালের জানলা বেয়েই ৭ তলার কার্নিশে চলে যায় ওই রোগী। এদিন বেলা ১১টার দিকে আচমকা ওই হাসপাতালে ভর্তি এক রোগী আট তলার কার্নিসে উঠে বসে পড়েন। তা দেখে হতবাক হয়ে যান হাসপাতালের কর্মীরা। খবর দেওয়ার হয় দমকলে। দমকল কর্মীরা অনেক চেষ্টা করেও ওই রোগীকে নামাতে পারেননি। অবশেষে ঘণ্টা দেড়েক পর ঝাঁপ দেন ওই রোগী। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।
দমকলের হাইড্রোলিক ল্যাডার নিয়ে তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা করেন দমকল কর্মীরা ৷ কিন্তু, ওই রোগী তাঁর কাছে যেতে নিষেধ করতে থাকেন ৷ ঝাঁপ দেওয়ার হুঁশিয়ারি দেন ৷ ফলে দমকলবাহিনীকেও সতর্কতার সঙ্গে উদ্ধার কাজ করতে হচ্ছে ৷ এদিন সকালে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে হঠাৎই চোখ যায় হাসপাতাল কর্মীদের। কার্নিশে দেখা যায় এক রোগীকে। সকালে এই দৃশ্য দেখে হাসপাতালের নিচে ভিড় জমে যায়।
সূত্রের খবর, ওই রোগী সুজিত অধিকারীর বাড়ি লেকটাউনে। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি। বাড়ি থেকে তার পিসিও চলে এসেছেন হাসপাতাল চত্বরে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর এখনও পর্যন্ত তাকে নামানো সম্ভব হয়নি। কিন্তু কোনওভাবেই সম্ভব হয়নি তাকে নামানোর। স্নায়ুরোগে আক্রান্ত ওই ব্যক্তি আত্মহত্যা করবেন বলে হুমকি দিচ্ছিলেন, এমনই দাবি হাসপাতাল কর্মীদের।
ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করছেন অন্যান্য রোগীর আত্মীয়রা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, বাকি রোগীরা সকলেই সুস্থ রয়েছেন।
আরও পড়ুন, Kolkata Couple Suicide Exclusive: শেষ ইচ্ছাকে মর্যাদা, পাশাপাশি কবরে চিরনিদ্রায় রিয়া-ঋষিকেশ