ISC Result 2022: প্রকাশিত আইএসসির ফল, মেধাতালিকায় রাজ্যের ৬ পড়ুয়া; নজর কাড়ল কাঁথির ক্যাসিতা
গোটা দেশের মধ্য়ে দক্ষিণ ভারতের ফলাফল সবচেয়ে ভালো। দক্ষিণ ভারতে পাশের ৯৯.৮১ শতাংশ। সর্বভারতীয় মেধাতালিকায় প্রথম তিনে রয়েছে ১৫৪ জন।
শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায় ও কিরণ মান্না: প্রকাশিত হল আইএসসি বোর্ডের পরীক্ষার ফলাফল। এবার গোটা দেশে পাশের হার ৯৯.৩৮ শতাংশ। গোটা দেশে প্রথম হয়েছেন ১৮ জন। এদের মধ্যে রাজ্যের রাজ্যের ৬ জন। এদের প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। এবার মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় ভালো। ফলাফল জানা যাচ্ছে cisce.org, results.cisce.org সাইটে গিয়ে।
গোটা দেশের মধ্য়ে দক্ষিণ ভারতের ফলাফল সবচেয়ে ভালো। দক্ষিণ ভারতে পাশের ৯৯.৮১ শতাংশ, বিদেশে ৯৯.৬৪ শতাংশ, পশ্চিম ভারতে ৯৯.৫৮ শতাংশ, উত্তরভারতে ৯৯.৪৩ শতাংশ ও পূর্ব ভারতে ৯৯.১৮ শতাংশ। সর্বভারতীয় মেধাতালিকায় প্রথম তিনে রয়েছে ১৫৪ জন।
এখনওপর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী গোটা দেশে সম্ভাব্য দ্বিতীয় ক্যাসিতা পন্ডা। তার প্রাপ্ত নম্বর ৩৯৮। পূর্ব মেদিনীপুরে কাঁথি পাবলিক স্কুলে ছাত্রী ক্যাসিতা পন্ডা।
কাঁথি পাবলিক স্কুলের প্রিন্সিপ্যাল সমরেন্দ্র নাথ দাস জি ২৪ ঘণ্টাকে বলেন, একেবারে নার্সারি থেকে এই স্কুলে পড়াশোনা করেছে ক্য়াসিতা। পড়াশোনায় খুব ভালো। আর এবার ভালো ফলও করল।
অন্যদিকে, ক্য়াসিতা বলেন, এই ফলের পেছনে স্কুলে বিশাল ভূমিকা রয়েছে। পরিবারেরও বড় ভূমিকা রয়েছে। এই ফলে খুব খুশি।
আরও পড়ুন-স্টিফেনকেই চুক্তিপত্র পাঠাল ইস্টবেঙ্গল, প্রায় নিশ্চিত সাহেব কোচ!