উড়ান বিভ্রাটে জেট-যাত্রীরা
জেট এয়ারওয়েজের বিমান ছাড়ার সময় নিয়ে বিভ্রান্তির জেরে হয়রানির শিকার হলেন যাত্রীরা।
জেট এয়ারওয়েজের বিমান ছাড়ার সময় নিয়ে বিভ্রান্তির জেরে হয়রানির শিকার হলেন যাত্রীরা।
কলকাতা ডিমাপুরগামী বিমান নিয়ে গণ্ডগোল বাধে বিমানবন্দরে। সকাল দশটায় এই বিমান ছাড়ার কথা থাকলেও বেশ কয়েকজন যাত্রী এসে জানতে পারেন সকাল সাতটা নাগাদ বিমান ছেড়ে বেরিয়ে গেছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বিমানসংস্থার সঙ্গে বাক বিতণ্ডা বেধে যায় যাত্রীদের। জানা যায় বিমান ছাড়ার নির্ধারিত সময় সকাল সাতটা। কিন্তু ভিন রাজ্য থেকে যেসব যাত্রী টিকিট কেটেছিলেন তাদের টিকিটে বিমান ছাড়ার সময় লেখা ছিল সকাল দশটা। যাত্রীরা দাবি জানান তাদের থাকার বন্দোবস্ত করে দিতে হবে বিমানসংস্থাকেই। প্রথমে জেটএয়ারওয়েজ কর্তৃপক্ষ রাজি না হলেও, পরে কর্তৃপক্ষ জানায় যেসব যাত্রীরা জেটএয়ারওয়েজের বিমানে এসেছিলেন তাদের থাকার বন্দোবস্ত করবে বিমানসংস্থা। আটজন যাত্রীর থাকার ব্যবস্থা হলেও বাকি ছয়জন যাত্রী হয়রানির শিকার হচ্ছেন। দীর্ঘক্ষণ ধরে বিমানবন্দরে বসে থাকেন তাঁরা।