কালীপুজোয় সারাদিন হাসিমুখে অতিথি আপ্যায়নেই কেটে গেল মুখ্যমন্ত্রীর
Updated By: Oct 23, 2014, 11:49 PM IST
![কালীপুজোয় সারাদিন হাসিমুখে অতিথি আপ্যায়নেই কেটে গেল মুখ্যমন্ত্রীর কালীপুজোয় সারাদিন হাসিমুখে অতিথি আপ্যায়নেই কেটে গেল মুখ্যমন্ত্রীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/10/23/30365-mamatapujo.jpg)
(বাঁ দিকে) বাড়ির পুজোয় প্রদীপ জ্বালাচ্ছেন মুখ্যমন্ত্রী, (ডান দিকে) বাড়ির কালীপ্রতিমা
নিরাপত্তার কড়াকড়ি যেন থেকেও নেই। পুলিসি ঘেরাটোপও একটু ঢিলেঢালা। কালীপুজোর সন্ধেয় মুখ্যমন্ত্রীর বাড়ি হয়ে উঠল অবারিত দ্বার। মন্ত্রী থেকে শুরু করে ডাকাবুকো রাজনৈতিক নেতারা তো ছিলেনই। হাজির টলিউডের তারকা, এমনকী অগণিত সাধারণ মানুষও।
মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে এসেছিলেন বৃদ্ধাশ্রমের প্রবীণারাও। পুজোর গোছগাছ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, একাই সবকিছুর তদারকি করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কে বলবে তিনি মুখ্যমন্ত্রী! প্রায় সব অতিথির সঙ্গেই এদিন নিজে দেখা করে সৌজন্য বিনিময় করেন তিনি।
সারাদিনই পুজোর কাজে ব্যস্ত রইলেন মুখ্যমন্ত্রী। একাই করলেন সবকিছুর দেখভাল।