ক্ষুদিরাম বিতর্ক: ২৪ ঘণ্টার মুখোমুখি পাঠ্যপুস্তকের দায়িত্বে থাকা ইতিহাসবিদ

পর্ষদের অষ্টম শ্রেণির বইয়ে ক্ষুদিরাম,প্রফুল্ল চাকীরা বিপ্লবী সন্ত্রাসবাদী। সেই বই ঘিরেই তোলপাড় রাজ্য। প্রতিবাদে সরব বাম, বিজেপি, কংগ্রেস। স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবী সন্ত্রাসবাদী বলা উচিত বলে মনে করেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। কিন্তু, কি বলছেন পাঠ্যপুস্তক রচনার দায়িত্বে থাকা ইতিহাসবিদ? শিরিণ মাসুদের মুখোমুখি ২৪ ঘণ্টা।   

Updated By: Aug 11, 2014, 06:05 PM IST
ক্ষুদিরাম বিতর্ক: ২৪ ঘণ্টার মুখোমুখি পাঠ্যপুস্তকের দায়িত্বে থাকা ইতিহাসবিদ

কলকাতা: পর্ষদের অষ্টম শ্রেণির বইয়ে ক্ষুদিরাম,প্রফুল্ল চাকীরা বিপ্লবী সন্ত্রাসবাদী। সেই বই ঘিরেই তোলপাড় রাজ্য। প্রতিবাদে সরব বাম, বিজেপি, কংগ্রেস। স্বাধীনতা সংগ্রামীদের বিপ্লবী সন্ত্রাসবাদী বলা উচিত বলে মনে করেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। কিন্তু, কি বলছেন পাঠ্যপুস্তক রচনার দায়িত্বে থাকা ইতিহাসবিদ? শিরিণ মাসুদের মুখোমুখি ২৪ ঘণ্টা।   

 ক্ষুদিরামের জন্মদিন। নবান্নে তাঁর ছবিতে মালা দিতে এসে আবার বই বিতর্ক সামনে নিয়ে এলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনিও মনে করেন ক্ষুদিরামকে বিপ্লবী সন্ত্রাসবাদী নেতা বলা উচিত কিনা তানিয়ে পর্ষদের নতুন করে ভাবনাচিন্তা করা দরকার।

 কেন এই বিতর্ক? তার সূত্রপাত মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাসের বই ঘিরে। বইয়ে স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদী কাজকর্ম হিসাবে ব্যাখা করা হয়েছে। সেই ব্যাখাই মানতে নারাজ ইতিহাসবিদ থেকে রাজনৈতিক মহল। সোমবার বিজেপির পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়।  বই পোড়ানো হয়। ডিরোজিও ভবন  লক্ষ্য করে ইটবৃষ্টি করেন বিজেপি কর্মী সমর্থকরা।

এই বিতর্ক নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম পাঠ্যপুস্তকের দায়িত্বে থাকা অধ্যাপিকা শিরিন মাসুদের।কি বলছেন তিনি?  অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে কেন ক্ষুদিরাম- প্রফুল্ল চাকীদের বিপ্লবী সন্ত্রাসবাদী অ্যাখা দেওয়া হচ্ছে তার গ্রহণযোগ্য  ব্যাখ্যা দিতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ। সরকারি সূত্রের তবে, বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠার পর পাঠ্যপুস্তক বদল নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে শিক্ষা দফতরে।

 

.