ডিএ দয়ার দান না অধিকার? হাইকোর্টে ফয়সলা আজ

এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্য সরকারি কর্মীরা ৪৭ শতাংশ কম ডিএ পান।

Updated By: Aug 31, 2018, 10:16 AM IST
ডিএ দয়ার দান না অধিকার? হাইকোর্টে ফয়সলা আজ

নিজস্ব প্রতিবেদন : রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করা হবে আজ। এদিন বেলা ১টায় রায় ঘোষণা করবেন হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ। ডিএ পাওয়া সরকারি কর্মচারিদের অধিকার কি না, এই নিয়েই আজ রায় দেবে হাইকোর্ট।

আরও পড়ুন, বদলা! মাথায় গুলি, পঞ্চায়েত হিংসায় মাসুল গুনল ৩ বছরের শিশু

ডিএ বৈষম্য নিয়ে প্রশ্ন তোলে সরকারি কর্মীদের দুটি সংগঠন। তাদের প্রশ্ন, অন্য রাজ্যে কর্মরত রাজ্য সরকারি কর্মীরা কেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমহারে ডিএ পাবেন? অথচ রাজ্যে কর্মরতরা বঞ্চিত হবেন? উল্লেখ্য, এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্য সরকারি কর্মীরা ৪৭ শতাংশ কম ডিএ পান।

আরও পড়ুন, কললিস্ট থেকে সিসিটিভি ফুটেজ! ডোমজুড়ে ব্যাঙ্ককর্মী খুনে 'রহস্যময়ী' নারী যোগ

বকেয়া ডিএ নিয়ে ২০১৬-র ২১ নভেম্বর স্যাটে মামলা করেন সরকারি কর্মীরা। গত বছর ফেব্রুয়ারিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রায় দেয়, মহার্ঘ ভাতা দয়ার দান। ডিএ দেওয়া বা না দেওয়া সম্পূর্ণটাই নির্ভর করে সরকারের উপর।

আরও পড়ুন, পুলিস 'হ্যান্ডস আপ' বলতেই শাবল নিয়ে তেড়ে গেল চোর, তারপর...  

সেই রায়কে ঘিরেই বিতর্ক মাথাচাড়া দেয়। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে গত বছর মার্চে হাইকোর্টে মামলা করে একাধিক কর্মী সংগঠন। মামলা চলাকালীন ২ বার বাড়তি মহার্ঘ ভাতা ঘোষণা করে নবান্ন।

.