নার্সের অনুপস্থির সুযোগ নিয়ে রোগিণীর শ্লীলতাহানি করল ওয়ার্ডবয়

এবার সরকারি হাসপাতালের অপারেশান থিয়েটারে রোগিণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের গায়নোকোলজি বিভাগের ওটির মধ্যে অস্ত্রোপচারের পর এক ওয়ার্ডবয় ওই রোগিণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিস। অভিযুক্ত ওয়ার্ডবয়ের খোঁজে চলছে তল্লাসি।

Updated By: Mar 4, 2013, 11:41 PM IST

এবার সরকারি হাসপাতালের অপারেশান থিয়েটারে রোগিণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের গায়নোকোলজি বিভাগের ওটির মধ্যে অস্ত্রোপচারের পর এক ওয়ার্ডবয় ওই রোগিণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিস। অভিযুক্ত ওয়ার্ডবয়ের খোঁজে চলছে তল্লাসি।
জরায়ুর অস্ত্রোপচারের জন্য শুক্রবার শিয়ালদার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন হাবড়ার বাসিন্দা এই মহিলা। সোমবার ছিল অস্ত্রোপচারের দিন। সকাল ১০টা নাগাদ হাসপাতালের গায়নোকোলজি বিভাগের ওটিতে অস্ত্রোপচারের জন্য লোকাল অ্যানাস্থেসিয়া করা হয় এই রোগিণীর। ঘটনাটি ঘটে অস্ত্রোপচারের পর। অ্যানাস্থেসিয়ার ফলে আচ্ছন্ন রোগিণীকে বেডে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল ওয়ার্ডের বয়ের ওপর। অভিযোগ ওটিতে চিকিৎসক এবং নার্সদের অনুপস্থিতির সুযোগে মহিলার শ্লীলতাহানি করে ওই ওয়ার্ড বয়।
 
অ্যানাস্থেসিয়ার ঘোর কাটলে পরিবারের কাছে ঘটনাটি জানান এই রোগিনী। পরিবারের অভিযোগ, ঘটনার কথা জানাতে গেলে চূড়ান্ত অসহযোগিতা করেন হাসপাতাল সুপার। পরে পরিবারের লোকেদের চাপে অভিযোগ নেয় হাসপাতাল। অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে এন্টালি থানায় এফআইআর দায়ের করেছে রোগিণীর পরিবার। সন্ধের পর  হাসপাতালে এসে মহিলার জবানবন্দি নথিভুক্ত করে পুলিস। নিগৃহীতার সঙ্গে কথা বলেন পুলিস কর্তারা। খোদ কলকাতায় সরকারি হাসপাতালের ওটির মধ্যে এহেন ঘটনায় চূড়ান্ত অস্বস্তিতে স্বাস্থ্য দফতর। যদিও ঘটনার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

.