মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিসের মহিলা টহলদারি বাহিনী

শহরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ মহিলা টহলদারি বাহিনী তৈরি করল কলকাতা পুলিস। কলকাতা পুলিসের ওয়ারলেস ভ্যানের ধাঁচে মহিলা পুলিস বাহিনী শহরের বিভিন্ন প্রান্তে টহলদারি করবে।  পার্ক স্ট্রিট-জওহরলাল নেহেরু রোড সংযোগস্থলে এই বাহিনীর উদ্বোধন করবেন নগরপাল সুরজিত্‍ কর পুরকায়স্থ।    

Updated By: Aug 20, 2014, 10:09 PM IST
মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিসের মহিলা টহলদারি বাহিনী

কলকাতা: শহরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ মহিলা টহলদারি বাহিনী তৈরি করল কলকাতা পুলিস। কলকাতা পুলিসের ওয়ারলেস ভ্যানের ধাঁচে মহিলা পুলিস বাহিনী শহরের বিভিন্ন প্রান্তে টহলদারি করবে।  পার্ক স্ট্রিট-জওহরলাল নেহেরু রোড সংযোগস্থলে এই বাহিনীর উদ্বোধন করবেন নগরপাল সুরজিত্‍ কর পুরকায়স্থ।    

শহরের রাস্তায় মহিলাদের ওপর একের পর এক অপরাধের ঘটনা। উদ্বিগ্ন প্রশাসন। এবার মহিলাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হল মহিলাদেরকেই। শহরের মহিলাদের নিরাপত্তার দায়িত্ব মহিলা টহলদারি বাহিনীর ওপর। প্রাথমিকভাবে প্রত্যেক গাড়িতে দুজন মহিলা কনস্টেবল এবং একজন মহিলা অফিসার থাকবেন। পুলিস কন্ট্রোল রুম এবং স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ থাকবে টহলদারি অফিসারের। এছাড়াও সরাসরি যে কোনও পথচারী মহিলা তাঁর অভিযোগ জানাতে পারবেন টহলদারি বাহিনীকে।

শুরুতে শহরের তিনজায়গায় এই টহলদারি ভ্যান থাকবে। পার্ক স্ট্রিট-জওহরলাল নেহেরু রোড ক্রসিং। আকাশবাণী ভবনের সামনে। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ও রাসবিহারী অ্যাভিনিউ ক্রসিংয়ে।  

সকাল ছটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত টহলদারি গাড়ি রাখা হচ্ছে। পরিকল্পনা রয়েছে, শহরের অন্য গুরুত্বপূর্ণ মোড়গুলিতেও রাখা হবে। বিশেষ করে মহিলাদের যাতায়াত বেশি, এমন জায়গা, যেমন শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর, রেস্তোঁরা, সিনেমা হল বা মাল্টিপ্লেক্সের সামনে মোতায়েন করা হবে মহিলা টহলদারি বাহিনী। পর্যাপ্ত মহিলা পুলিসকর্মীর অভাবে আদৌ এই পরিকল্পনা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয়ে খোদ পুলিস কর্তারাই।

 

.