Kolkata | Rabindranath Tagore: কলকাতার পর্যটন সার্কিটে এবার কবিগুরুর নিমতলার সমাধিস্থল

দিল্লিতে পর্যটনের প্যাকেজ আছে। সেখানে সার্কিট তৈরি করে শহরের দ্রষ্টব্য স্থানগুলি একসঙ্গে প্যাকেজ হিসেবে দেখানো হয়। রাজ্যের পর্যটন দফতর এবার ঠিক সেভাবেই বিশ্বকবিকে কেন্দ্র করে তৈরি করবে পর্যটন সার্কিট। এই সার্কিটে থাকবে বোলপুর শান্তিনিকেতন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তার সঙ্গে যুক্ত করা হচ্ছে নিমতলা শ্মশানঘাট লাগোয়া কবিগুরুর সমাধিস্থল।

Updated By: Aug 8, 2023, 09:13 AM IST
Kolkata | Rabindranath Tagore: কলকাতার পর্যটন সার্কিটে এবার কবিগুরুর নিমতলার সমাধিস্থল
নিজস্ব চিত্র

অয়ন ঘোষাল: মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার পর্যটন সার্কিটে এবার কবিগুরুর নিমতলার সমাধিস্থল।

দিল্লিতে পর্যটনের প্যাকেজ আছে। সেখানে সার্কিট তৈরি করে শহরের দ্রষ্টব্য স্থানগুলি একসঙ্গে প্যাকেজ হিসেবে দেখানো হয়। রাজ্যের পর্যটন দফতর এবার ঠিক সেভাবেই বিশ্বকবিকে কেন্দ্র করে তৈরি করবে পর্যটন সার্কিট। এই সার্কিটে থাকবে বোলপুর শান্তিনিকেতন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তার সঙ্গে যুক্ত করা হচ্ছে নিমতলা শ্মশানঘাট লাগোয়া কবিগুরুর সমাধিস্থল।

আরও পড়ুন: Mohammed Salim: অভিষেককে অশালীন ব্যক্তি আক্রমণে সেলিম!

গঙ্গার ধারে মনোরম পরিবেশে ইতিমধ্যেই এই সমাধিস্থলের সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ করেছে কোলকাতা পুরসভা। ইতিমধ্যেই পর্যটন দফতরকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। বাইশে শ্রাবণে কবিগুরুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে, এই কথা জানালেন পুরসভার মেয়র ও ডেপুটি মেয়র।

আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত, ভাঙা হবে সাত জেলা!

পাশেই ভূতনাথ মন্দির, তার পাশে শ্মশান। এ ছাড়াও আছে বিসর্জন ঘাট। তার উপর এই এলাকা অত্যন্ত জনবহুল। এখানে চক্ররেলের প্ল্যাটফর্ম ঘেঁষে রয়েছে প্রচুর দোকান। এখানে স্ট্যান্ড রোডের প্রস্থ কমেছে অনেকটাই।

পূর্ত, পুর, পর্যটন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর এবং পূর্ব রেল একসঙ্গে বসে এই সমস্যাগুলি খুব দ্রুত সমাধান করে, এখানে স্থানীয়, ভিন রাজ্য ও বিদেশি পর্যটকদের আসার সুবিধা, পার্কিং সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.