আটকে গেছে শীত
ঘূর্ণাবর্তের ফাঁদে আটকে গেছে শীত। এই মুহুর্তে ওড়িশার উপকুল বরাবর একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।
ঘূর্ণাবর্তের ফাঁদে আটকে গেছে শীত। এই মুহুর্তে ওড়িশার উপকুল বরাবর একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে।আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সোমবার সকাল থেকেই শহর কোলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশা দেখা যায়। বাতাসে জলীয় বাষ্পের কারণে রাজ্যের বেশ কয়েকটি জেলায় যেমন কুয়াশা দেখা গেছে তেমন পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রাও। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশী ছিল। আগামী আটচল্লিশ ঘণ্টায় এই তাপমাত্রা কমার কোনও সম্ভবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।