রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে আজ বিজেপির লালবাজার অভিযান
মূল মিছিলের নেতৃত্ব দেবেন কৈলাস বিজয়বর্গীয়।
নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে আজ লালবাজার অভিযান করতে চলেছে বিজেপি। বুধবার শহরের রাস্তায় বিরাট মিছিলের ডাক দিয়েছেন দিলীপ ঘোষ।
সূত্রের খবর, এই অভিযানে থাকবেন রাজ্যের ১৮জন বিজেপির সাংসদ। মূল মিছিলের নেতৃত্ব দেবেন কৈলাস বিজয়বর্গীয়। বুধবারের লালবাজার অভিযানে নিজেদের শক্তি দেখাতে চলেছে গেরুয়া শিবির। প্রায় এক লক্ষ কর্মী-সমর্থকদের আনার পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি। রাজ্যজুড়়ে হিংসার আবহ তৈরি করেছে তৃণমূল। ভেঙে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা। তাই প্রতিবাদ মিছিলের অভিমুখ লালবাজারের দিকে।
আরও পড়ুন - জয়েন্ট সিপি এসটিএফ-এর নেতৃত্বে এনআরএস কাণ্ডের তদন্ত : লালবাজার
ভোট পরবর্তী হিংসা উত্তরোত্তর বেড়েছে এ রাজ্যে, এমনই অভিযোগ বিজেপির। একের পর এক খুনের ঘটনাও ঘটে চলেছে। সবমিলিয়ে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে। তারই প্রতিবাদে বুধবারের এই লালবাজার অভিযান বিজেপির। মিছিলে বিশৃঙ্খলা এড়াতে রাস্তায় কড়া নিরাপত্তা। মোতায়েন থাকবে প্রায় ৩০০০ পুলিস।