জলকামান উপেক্ষা করে আইন-অমান্যে বামেরা

পুলিসি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কলকাতায় আইন অমান্য কর্মসূচি পালন করল বামেরা। পুলিস হেফাজতে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদ, সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি সহ একগুচ্ছ দাবিতে আইন অমান্য করে বামেরা। সেই কর্মসূচি ঠেকাতে নজিরবিহীন উদ্যোগ নেয় কলকাতা পুলিসও। রাজ্য পুলিসের কাছ থেকে ধার করে আনা হয় দুশ জন মহিলা পুলিসকর্মীকে। ধার করা হয় জলকামান। শান্তিপূর্ণ আইন অমান্য কর্মসূচি ঠেকাতে জলকামান কেন তা নিয়ে প্রশ্ন তোলেন বাম নেতারা। চিটফান্ডকাণ্ডে মানুষ সর্বস্বান্ত হওয়ায় শাসকদলকেই তাঁরা দায়ী করেন। ফের তোলা হয় সিবিআই তদন্তের দাবি।

Updated By: May 31, 2013, 04:06 PM IST

পুলিসি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কলকাতায় আইন অমান্য কর্মসূচি পালন করল বামেরা। পুলিস হেফাজতে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদ, সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি সহ একগুচ্ছ দাবিতে আইন অমান্য করে বামেরা। সেই কর্মসূচি ঠেকাতে নজিরবিহীন উদ্যোগ নেয় কলকাতা পুলিসও। রাজ্য পুলিসের কাছ থেকে ধার করে আনা হয় দুশ জন মহিলা পুলিসকর্মীকে। ধার করা হয় জলকামান। শান্তিপূর্ণ আইন অমান্য কর্মসূচি ঠেকাতে জলকামান কেন তা নিয়ে প্রশ্ন তোলেন বাম নেতারা। চিটফান্ডকাণ্ডে মানুষ সর্বস্বান্ত হওয়ায় শাসকদলকেই তাঁরা দায়ী করেন। ফের তোলা হয় সিবিআই তদন্তের দাবি।
পঞ্চায়েতের মনোনয়ন পেশ পর্বেই হামলা হচ্ছে বিরোধীদের ওপর। সেখানে নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য সরকার। অথচ আইন অমান্য কর্মসূচি ঠেকাতে দফায় দফায় ব্যারিকেড তৈরি করতে পুলিসকর্মীদের নিয়োগ করা হয়েছে। ধর্মতলায় বাম সমাবেশে এভাবেই রাজ্য সরকারের নীতির সমালোচনা করলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
বিরোধীরা নয়, আইন ভাঙছেন মুখ্যমন্ত্রী নিজেই।  ধর্মতলায় আইন অমান্য কর্মসূচির সমাবেশে এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

.