বামেদের সভা করার অনুমতি দিল না পুলিস
বিরোধীদের সভার অনুমতি দেওয়া নিয়ে ফের আমরা-ওরা বিভাজনের অভিযোগ উঠল। ভিক্টোরিয়া হাউসের সামনে সিপিআইএম সভা করতে চাইলেও অনুমতি দিল না প্রশাসন। সিপিআইএম নেতারা অবশ্য জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে আইন ভেঙে ওই জায়গাতেই সভা করবেন তাঁরা।
কলকাতা: বিরোধীদের সভার অনুমতি দেওয়া নিয়ে ফের আমরা-ওরা বিভাজনের অভিযোগ উঠল। ভিক্টোরিয়া হাউসের সামনে সিপিআইএম সভা করতে চাইলেও অনুমতি দিল না প্রশাসন। সিপিআইএম নেতারা অবশ্য জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে আইন ভেঙে ওই জায়গাতেই সভা করবেন তাঁরা।
গত দুবছর ধরে বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসেবে পালন করে আসছে সিপিআইএম। এবছর ছয়ই ডিসেম্বর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চায় সিপিআইএম। এ নিয়ে শুক্রবারই লালবাজারে গিয়ে পুলিস কমিশনের সঙ্গে কথা উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিআইম নেতারা। কিন্তু প্রশাসন সাফ জানিয়ে দেয়, ওই জায়গায় সভার অনুমতি দেওয়া হবে না।
ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য প্রয়োজনে তাঁরা আইন ভাঙতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেপালদেব ভট্টাচার্য।