PG-তে অতিরিক্ত ড্রাগ নিয়ে মৃত প্রেসিডেন্সির ছাত্রী, অবস্থা আশঙ্কাজনক বান্ধবীর
রহস্যজনকভাবে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। হাসপাতালে ভর্তি তাঁর রুম মেট। বৌবাজার এলাকায় একটি বাড়িতে পেয়িং গেস্ট থাকতেন ওই দুই তরুণী। দুজনেই কলকাতার একটি নামী কলেজের ছাত্রী। দু-জনের বাড়িই উত্তরবঙ্গে। আজ সকালে ঘরের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের।
![PG-তে অতিরিক্ত ড্রাগ নিয়ে মৃত প্রেসিডেন্সির ছাত্রী, অবস্থা আশঙ্কাজনক বান্ধবীর PG-তে অতিরিক্ত ড্রাগ নিয়ে মৃত প্রেসিডেন্সির ছাত্রী, অবস্থা আশঙ্কাজনক বান্ধবীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/01/04/33271-drug-over-dose.jpg)
কলকাতা: রহস্যজনকভাবে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। হাসপাতালে ভর্তি তাঁর রুম মেট। বৌবাজার এলাকায় একটি বাড়িতে পেয়িং গেস্ট থাকতেন ওই দুই তরুণী। দুজনেই কলকাতার একটি নামী কলেজের ছাত্রী। দু-জনের বাড়িই উত্তরবঙ্গে। আজ সকালে ঘরের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের।
মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সায়ন্তিকা ব্যানার্জি নামে এক ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। অন্য ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত ড্রাগ নেওয়ার ফলেই মৃত্যু বলে সন্দেহ করা হচ্ছে।