নিজেদের প্রার্থীর গাড়ি ভাঙচুর করে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে বিজেপি: জ্যোতিপ্রিয়
জ্যোতিপ্রিয় আরও বলেন, সিপিএম যে বিজেপিকে সাহায্য করছে তার এটি একটি জ্বলন্ত উদাহরণ
নিজস্ব প্রতিবেদন: দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুর নিয়ে পাল্টা দাবি করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
আরও পড়ুন-শেষদিনের প্রচারে ঝড় তুললেন মমতা, পদযাত্রায় মানুষের ঢল
বৃহস্পতিবার রাতে নাগেরবাজারে শমীক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুর করা হয়। তাঁর গাড়িতে টাকা রয়েছে এই অভিযোগ তুলে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। বিজেপির অভিযোগ ছিল, ঘটনার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস।
West Bengal: Vehicles of BJP Lok Sabha candidate from Dum Dum, Samik Bhattacharya & party leader Mukul Roy were attacked by unidentified people in Nagerbazar area of the constituency earlier tonight. Bhattacharya & Roy were not present in the vehicles at the time of the incident. pic.twitter.com/v3DpZt9ls6
— ANI (@ANI) May 16, 2019
এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, শমীক ভট্টাচার্য নিজের গাড়ি নিজে ভেঙে ঘটনায় দায় তৃণমূলের ওপরে চাপানোর চেষ্টা করছেন। তিনি বলেন, স্থানীয় সিপিএম নেতা পল্টু দাসগুপ্তের সঙ্গে এদিন মিটিং করছিলেন মুকুল রায় ও শমীক ভট্টাচার্য। আলোচনার বিষয় ছিল কীভাবে ভোট ম্যানেজ করা যায়।
আরও পড়ুন-নাগেরবাজারে দমদমের বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, ঘটনাস্থলে পুলিস
জ্যোতিপ্রিয় আরও বলেন, সিপিএম যে বিজেপিকে সাহায্য করছে তার এটি একটি জ্বলন্ত উদাহরণ। শমীক ভট্টাচার্যের সঙ্গে মিটিং করছেন পল্টু দাসগুপ্ত, মুকুল রায়। ভোট সিফট করবে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর এবার ফের সমবেদনা পাওয়ার খেলায় নেমেছে। গাড়ি ভেঙে তা করতে চাইছে। আমরা দমদম নিয়ে ভাবছি না। এমনিতেই বিজেপি হারবে। সৌগত রায়ের সঙ্গে শমীক ভট্টাচার্যের কোনও তুলনাই হয় না।