লোকসভা নির্বাচন ২০১৯: কলকাতার বুকে রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর
১৭ তারিখ থেকে কলকাতা পুলিসের বিভিন্ন থানা এলাকায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। মূলত ২টো শিফটে রুটমার্চ চলবে।
![লোকসভা নির্বাচন ২০১৯: কলকাতার বুকে রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর লোকসভা নির্বাচন ২০১৯: কলকাতার বুকে রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/16/181119-aaa.jpg)
নিজস্ব প্রতিবেদন : নির্বাচনে নিরাপত্তায় শনিবার থেকেই কলকাতা শহরের বুকে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। এদিন বিকালে বউবাজার, বটতলা, শোভাবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউতে এরিয়া ডমিনেশন করতে দেখা যায় বাহিনীকে। শহরের অলিতে গলিতে ঘোরে বাহিনী। পাশাপাশি, রাজারহাটেও এদিন আধাসেনা ১০ জনের একটি দলকে রুটমার্চ করতে দেখা যায়।
রাজারহাটের মহিষগদি,দক্ষিণপাড়া, ঘোষপাড়া ও পশ্চিমপাড়া এলাকায় রুটমার্চ করার সময় বাহিনীর সঙ্গে ছিল রাজারহাট থানার পুলিসও। পুলিস ও বাহিনীকে রাজারহাটের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে এলাকা সম্বন্ধে খোঁজখবর নেন তারা। কোনও সমস্যা হলেই, তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন পুলিস ও বাহিনীর কর্তারা। শসনের বাঁধা গ্রাম ও দাদপুরেও রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী।
জানা গিয়েছে, ১৭ তারিখ থেকে কলকাতা পুলিসের বিভিন্ন থানা এলাকায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। কোথায় কোথায় রুটমার্চ করবে বাহিনী? একনজরে-
(১) ইস্ট ডিভিশনের কলকাতা লেদার কমপ্লেক্স।
(২) নর্থ ডিভিশনের আমহার্স্ট স্ট্রিট এবং বটতলা।
(৩) সেন্ট্রাল ডিভিশনের বউবাজার।
(৪) সাউথ ডিভিশনের নিউ আলিপুর এবং চেতলা।
(৫) সাউথ-ইস্ট ডিভিশনের উল্টোডাঙা এবং মানিকতলা।
ইস্ট ডিভিশন, পোর্ট ডিভিশন, সাউথ-ওয়েস্ট ডিভিশন, সাউথ সাব-আর্বান ডিভিশন, সাউথ-ইস্ট ডিভিশনে মূলত ২টো শিফটে রুটমার্চ চলবে। প্রথম দফায় সকাল ৯টা থেকে দুপুর ১টা, দ্বিতীয় দফায় বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রুটমার্চ করবে বাহিনী। আরও পড়ুন, বৈঠকে জেলাশাসকদের কড়া বার্তা উপমুখ্য নির্বাচন কমিশনারের