লক্ষ্য অবাঙালি ভোটার, হোলির অনুষ্ঠানে সামিল হচ্ছেন মমতা

হিন্দি সেল গঠন করল তৃণমূল কংগ্রেস। 

Updated By: Mar 16, 2019, 11:38 PM IST
লক্ষ্য অবাঙালি ভোটার, হোলির অনুষ্ঠানে সামিল হচ্ছেন মমতা

কমলিকা সেনগুপ্ত

অবাঙালি ভোটারদের সিংহভাগই সাধারণ বিজেপির ভোটব্যাঙ্ক। লোকসভা ভোটের আগে সেই ভোটেই থাবা বসাতে চাইছে তৃণমূল। আর তাই প্রথমবার হোলিতে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুধু হোলিতে অংশ নেওয়াই নয়, গঠন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের হিন্দি সেল। শনিবার ওই সেলের প্রধান উপদেষ্টা করা হয়েছে প্রাক্তন বিধায়ক দীনেশ বজাজকে। সভাপতি হয়েছেন মণিপ্রসাদ সিং ও আহ্বায়ক রাজেশ সিনহা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হিন্দি সেলটি গঠন করেন দলের সভাপতি সুব্রত বক্সি।  

আগামী মঙ্গলবার নজরুল মঞ্চে হোলি উত্সবের আয়োজন করেছেন আন্তর্জাতিক মারোয়াড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীনেশ বজাজ। ওই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানান হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। থাকবেন ফিরহাদ হাকিম ও সুজিত বোসও। 

কলকাতা, হাওড়া ও হুগলিতে থাকেন প্রচুর অবাঙালি ভোটার। রাজ্যের অবাঙালির জনতার সঙ্গে হিন্দুত্বের সূত্রের বিজেপির সখ্যতা। সেই সখ্যতাতেই এবার আঘাত হানতে চাইছে তৃণমূল। কারণ বেশ কয়েকটি আসনে নির্ণায়ক ভূমিকায় রয়েছেন অবাঙালি ভোটাররা। তাঁদের মন পাওয়ার চেষ্টায় এবার তাই সচেষ্ট হল তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।    

আরও পড়ুন- Exclusive: মিমির পাল্টা শ্রাবন্তীকে প্রার্থী করে গ্ল্যামারে শাসককে টেক্কা বিজেপির?

.