মেটানো হয়নি স্কুলবাড়ির ভাড়া, মালিকের নির্দেশে তালা ঝুলল লাইসি স্কুলে

স্কুলবাড়ির ভাড়া মেটানো হয়নি। সেকারণে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন বাড়ির মালিক। সকালে খুদে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসে দেখে, স্কুল বন্ধ। এঘটনা দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কের লাইসি স্কুলের। শেষ পর্যন্তঅবশ্য স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে সমস্যা মেটে।

Updated By: Feb 12, 2014, 10:44 PM IST

স্কুলবাড়ির ভাড়া মেটানো হয়নি। সেকারণে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন বাড়ির মালিক। সকালে খুদে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এসে দেখে, স্কুল বন্ধ। এঘটনা দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কের লাইসি স্কুলের। শেষ পর্যন্তঅবশ্য স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে সমস্যা মেটে।

দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কের লাইসি স্কুলের ক্লাস হয় তিনটি বাড়িতে। ১ ৭-র এ মহানির্বান রোডের বাড়িতে ক্লাস হয় নার্সারি থেকে ক্লাস টু পর্যন্ত। বুধবার সকালে খুদে ছাত্রছাত্রীরা গিয়ে দেখে স্কুল গেটে তালা। যখন বার্ষিক পরীক্ষা চলছে, তখন আচমকাই স্কুল বন্ধ দেখে বিভ্রান্ত হয়ে পড়েন অভিভাবকেরা। খবর পেয়ে তড়িঘড়ি হিন্দুস্থান পার্ক এলাকায় স্কুলের অন্য একটি বাড়িতে ছাত্রছাত্রীদের স্থানান্তরিত করা হয়। সেখানেই তাদের পরীক্ষা নেওয়া হয়। বাড়ির মালিকের দাবি, স্কুল কর্তৃপক্ষ ভাড়া না মেটানোয় তালা ঝোলাতে হয়েছে স্কুলে।

ছাত্রছাত্রীদের হয়রানির জন্য অভিভাবকরা দায়ী করেছেন স্কুল কর্তৃপক্ষকেই। যদিও স্কুল কর্তৃপক্ষ দায় চাপিয়েছে বাড়ির মালিকের ওপরই। পরে স্থানীয় কাউন্সিলরের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হয়। বৃহস্পতিবার থেকে ফের মহানির্বাণ রোডের বাড়িতেই ক্লাস হবে এবং পরীক্ষাও নির্বিঘ্নে হবে বলে আশ্বাস দিয়েছে স্কুল কর্তপক্ষ। কিন্তু প্রশ্ন উঠছে নার্সারি থেকে ক্লাস টু পর্যন্ত প্রায় দুশো জন খুদে পড়ুয়ার হয়রানির জন্য দায়ী কে?

.