পুজোয় ঠাকুর দেখতে পারবেন মদন মিত্র!
Updated By: Oct 5, 2016, 02:07 PM IST
![পুজোয় ঠাকুর দেখতে পারবেন মদন মিত্র! পুজোয় ঠাকুর দেখতে পারবেন মদন মিত্র!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/05/67505-madan.jpg)
ওয়েব ডেস্ক: পুজোয় স্বস্তিতে মদন মিত্র। তাঁকে বাড়িতে নজরবন্দি রাখার আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন- আজই জামিন পেতে পারেন কুণাল ঘোষ
সিবিআই আর্জি জানিয়েছিল, পুজোয় মদন মিত্রের অবাধ গতিবিধি নিয়ন্ত্রণ করা হোক। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। গত নয়ই সেপ্টেম্বর আলিপুর আদালতে জামিন পান মদন মিত্র। জামিনের শর্ত ছিল নিজের পাসপোর্ট জমা রাখতে হবে তাঁকে। একই সঙ্গে ভবানীপুর থানা এলাকার বাইরে যেতে পারবেন না তিনি।
আরও পড়ুন- নির্ঝঞ্ঝাটে পুজো দেখতে ডাউনলোড করুন কলকাতা পুলিসের উৎসব অ্যাপ