ভোটের আগে শহরে বড় মিছিল বামেদের, ভিড় ইভিএমে প্রভাব ফেলবে কি?
![ভোটের আগে শহরে বড় মিছিল বামেদের, ভিড় ইভিএমে প্রভাব ফেলবে কি? ভোটের আগে শহরে বড় মিছিল বামেদের, ভিড় ইভিএমে প্রভাব ফেলবে কি?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/04/07/36763-birodhi.jpg)
ওয়েব ডেস্ক: পুরভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে পথে বামেরা। মহাজাতি সদন শুরু হয়ে মহামিছিল শেষ হয় রানি রাসমণি অ্যাভিনিউতে। মিছিলে পা মেলান বিমান বসু, সহ প্রথম সারির বাম নেতারা।
শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মিছিলের মুল স্লোগান, মানুষ যাতে ভোট দিতে পারেন সে দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। কলকাতা পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, চিটফান্ড কেলেঙ্কারির বিরুদ্ধেও সরব হয়েছে বামেরা।
মহাজাতি সদন থেকে ধর্মতলা। মিছিলের রুট ছোট। কিন্তু, ভিড়ের বহর দেখে খুশি বাম নেতারা।
সামনেই পুরভোট। তার আগে কর্মীদের চাঙ্গা করতে শহরের রাজপথে শক্তি দেখাল বামেরা। মিছিল থেকে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের ডাক উঠল।
পুরভোটের আগে শাসকদল সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বলে বারবার অভিযোগ করেছে বামেরা। পাল্টা কটাক্ষ করেছেন শাসকদলের নেতারা। মিছিলের ভিড় দেখে আত্মবিশ্মাসী বামফ্রন্ট চেয়ারম্যান সেই কটাক্ষেরই জবাব দিলেন।
বামেদের মিছিলে এ দিন মূলত ছিলেন কলকাতার নেতা, কর্মী, সমর্থকরা। ভোটের জন্য জেলা থেকে কর্মী-সমর্থকরা সে ভাবে আসতে পারেননি। তারপরও মিছিলের ভিড় দেখে উত্সাহী বাম নেতারা। তবে, এই ভিড় শেষপর্যন্ত ভোটের বাক্সে কোনও প্রতিফলন ফেলতে পারে কিনা সেটাই দেখার।