কলকাতার সরকারি হাসপাতালগুলিতে রোজ দু'বেলা সাফাই করতে হবে, নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতার সরকারি হাসপাতালগুলিতে রোজ দুবেলা সাফাই করতে হবে। সাফাইয়ের কাজে লাগাতে হবে ১০০ দিনের কর্মীদের। SSKM হাসপাতালে সারপ্রাইজ ভিজিটের পর মেয়রকে ডেকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Jun 14, 2017, 08:48 PM IST
কলকাতার সরকারি হাসপাতালগুলিতে রোজ দু'বেলা সাফাই করতে হবে, নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ওয়েব ডেস্ক : কলকাতার সরকারি হাসপাতালগুলিতে রোজ দুবেলা সাফাই করতে হবে। সাফাইয়ের কাজে লাগাতে হবে ১০০ দিনের কর্মীদের। SSKM হাসপাতালে সারপ্রাইজ ভিজিটের পর মেয়রকে ডেকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে মেজাজ হারান মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী হাসপাতালে দাঁড়িয়েই মেয়রকে ফোন করে জঞ্জাল পরিষ্কারের জন্য একশো দিনের কাজের লোক চান। এরপর মেয়রের উপস্থিতিতে শুরু হয় জঞ্জাল পরিষ্কারের কাজ।

গতকাল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে গিয়ে বিরক্ত হয় ১০ মিনিটের মধ্যে হাসপাতাল ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি যান ভবানীপুরের রামরিক হাসপাতালে। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে হাসপাতালে ছুটে আসেন মেয়র ও পুরসভার জঞ্জাল বিভাগের ডিজি। শুরু হয় জঞ্জাল পরিষ্কারের কাজ। ছড়ানো হয় ব্লিচিং পাউডার। 

আরও পড়ুন- হাসপাতাল অপরিচ্ছন্ন দেখে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

.