Mamata's Security: মুখ্যমন্ত্রীর বাড়িতে হাসনাবাদের যুবক, জানুন আগেও কতবার মমতার নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন

হাসনাবাদের যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়ার পর তাঁর নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে

Updated By: Jul 5, 2022, 01:22 PM IST
Mamata's Security: মুখ্যমন্ত্রীর বাড়িতে হাসনাবাদের যুবক, জানুন আগেও কতবার মমতার নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন

প্রবীর চক্রবর্তী: নিরাপত্তা বলয় এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়ল হাসনাবাদের যুবক। মুখ্যমন্ত্রীর জন্য তিন স্তরের নিরাপত্তা থাকার পরও তা ভেঙে কীভাবে একজন ঢুকে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। কিন্তু এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।

২০১১ সালে ভীড়ের মধ্যে মুখ্যমন্ত্রীর হাত থেকে সোনার বালা ও হাতঘড়ি হারিয়ে গিয়েছিল বা কেউ তুলে নিয়েছিল।

২০১২ সালে নবান্ন যাওয়ার সময় বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যখন কালীঘাট ব্রিজে উঠছিল তখন সিগন্য়াল ভেঙে একটি মিনিবাস মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে চলে আসে। কোনওক্রমে দুর্ঘটনা এড়িয়ে যান মুখ্যমন্ত্রীর গাড়ির চালক।

২০১২ সালে জঙ্গলমহলে সফরের সময় মুখ্যমন্ত্রীর কনভয়ের জ্যামার খারাপ হয়ে যায়।

২০১৮ সালে উত্তর দিনাজপুরের হেমতাবাদে সভা করার সময়ে নিরাপত্তা বলয় ভেঙে মমতার কাছে পৌঁছে যায় দুই বোন।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারের সময় নন্দীগ্রামে নিজের গাড়িতেই চোট পান মমতা। পায়ের হাড়ে জোরাল আঘাত লাগে।

হাসনাবাদের যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়ার পর তাঁর নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। সূত্রের খবর মমতার নিরাপত্তায় অতিরিক্ত আরও ১৮ জন কনস্টেবল মোতায়েন করেছে লালবাজার। বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা।

আরও পড়ুন-ফের ইংরেজদের ‘নোংরামি’! বর্ণবাদের ‘শিকার’ প্রাক্তন ক্রিকেটার! 

আরও পড়ুন-হঠাৎই বিয়ের আসরে বর প্রণাম করে বসলেন কনেকে! কেন জানেন? 

আরও পড়ুন-আবহাওয়া প্রতিকূল, সাময়িকভাবে বন্ধ অমরনাথ যাত্রা; ক্যাম্পে আটকে ৩০০০ পুণ্যার্থী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.