Mamata Banerjee: সৌরভকে ICC-তে পাঠানো হোক, মোদীকে বার্তা মমতার

সিএবি নাকি আইসিসি, ক্রিকেট বোর্ড সভাপতির পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় অপসারিত হওয়ার পর এই তর্কই এখন হট টপিক। 'দাদা'- র ভবিষ্যতের চিন্তায় মশগুল জনতা। এর মধ্যেই দাদার হয়ে ব্যাট ধরলেন দিদি। সৌরভকে আইসিসি-তে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে আর্জি জানালেন মমতা। 

Updated By: Oct 17, 2022, 03:55 PM IST
Mamata Banerjee: সৌরভকে ICC-তে পাঠানো হোক, মোদীকে বার্তা মমতার
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  মহারাজের পাশেই যে তিনি আছেন তা উত্তরবঙ্গ সফরের শুরুতে আরও একবার প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজই চারদিনে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কলকাতা বিমানবন্দরে সৌরভ (Sourav Ganguly) বঞ্চনার শিকার বললেন মুখ্যমন্ত্রী। বিসিসিআই বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সারা দেশবাসীর পক্ষ থেকে বলব সৌরভ আমাদের গৌরব। যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে মাঠেও খেলেছে, অ্যাডমিনিট্রেশনও সামলেছে। কিন্তু সৌরভকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। কিন্তু অমিতবাবুর (জয় শাহ) ছেলে বোর্ডে রয়ে গেলেন। সে থাকতেই পারেন, ভাল কাজ করলে থাকবে, ভাল না হলে বলবই। অথচ সৌরভ বাদ গেল কোন উদ্দেশ্যে? পুরো ঘটনায় আমি স্তম্ভিত। আইসিসিতে যাওয়ার জন্য সৌরভ যোগ্য। তাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সৌরভ যেন আইসিসি-র ভোটে লড়তে পারে তা দেখবেন। ও বঞ্চিত। সরকারের কাছে আর্জি এটা রাজনৈতিক বিষয় নয়, সৌরভ যোগ্য ওকে আইসিসিতে পাঠানো হোক।'

আরও পড়ুন, SSC: মামলা চলাকালীনই ২১-এ শুরু ইন্টারভিউ, নম্বর নিয়ে 'বিশেষ' ব্যবস্থা এসএসসির

তিনি আরও বলেন, বাংলা থেকে একমাত্র জগমোহন ডালমিয়া গিয়েছিলেন আইসিসি-তে। এখন সৌরভের কাছে সেই সুযোগ ছিল।' বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)-র সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরি হতে চলেছেন রজার বিনি। সূত্রের খবর, সৌরভ বোর্ডের প্রধান হিসাবে চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে, অন্যান্য সদস্যদের কাছ থেকে সমর্থন পাননি। তবে মমতার এই মন্তব্যের পালটা দিয়েছেন বিরোধী দলগুলি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'বিজেপির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সখ্যতা ছিল,আছে এবং থাকবেও। এই বিতর্ক জুড়ে উনি সৌরভের প্রতিষ্ঠা, সম্মান ও মর্যাদাহানি করছেন তৃণমূল কংগ্রেস। দুবছরের মেয়াদ শেষের পর রজার বিনি আসছেন। তার কি  কোনও অবদান নেই? উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মমতার এই বক্তব্য রাজনীতি। আশু পরিস্থিতি থেকে নজর সরাতেই এটা করলেন। তাহলে শাখরুখ কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এখন মনে পড়ছে সৌরভ বাংলার গর্ব?'

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের যোগ্যতায় যোগ্য। যেমন খেলোযাড়, তেমন ক্যাপ্টেনসি, তেমন ক্রিকেট প্রশাসক। এটা সবার গর্ব তাতে কোনও সন্দেহ নেই। তাঁকে যে বিজেপির ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে এ নিয়েও কোনও দ্বন্দ্ব নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বিষয়ে কথার কি প্রয়োজন? সৌরভের স্বার্থে মমতা বলছেন না, নিজের স্বার্থে করছেন। আর মুখ্যমন্ত্রী হাত রাখতে তাতে কারও ভাল হয় না এ প্রমাণিত। তাই দয়া করে তিনি এই বিষয় থেকে দূরে থাকুন। সৌরভ নিজের লড়াই লড়তে জানে। বিসিসিআই বা আইসিসি দুটোতেই সৌরভ যোগ্য। বিজেপি রাজনীতি করছে আর তৃণমূল তাতে যোগ দিচ্ছে। সৌরভকে নিয়ে দয়া করে টানাটানি করবেন না।'

প্রসঙ্গত, আগামী ২০ অক্টোবর আইসিসির নির্বাচনের মনোনয়ন দেওয়ার শেষ দিন। তার আগে সরাসরি প্রধানমন্ত্রীকে আসরে টানলেন মমতা। 

আরও পড়ুন, Duronto Express Robbery: হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেস থামিয়ে লুঠপাট, তদন্তে নামল বিশেষ আরপিএফ টিম

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.