সাত দফায় ভোট বিজেপির গেম প্ল্যান, নবান্নে বললেন মমতা

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 'বিজেপি মনে করে বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে। কিছু বোঝে না। বাংলার মানুষ যে কত বুদ্ধিমান তা তারা আগে অনেকবার বুঝিয়েছে। এবারের নির্বাচনেও বোঝাবে।'

Updated By: Mar 11, 2019, 07:52 PM IST
সাত দফায় ভোট বিজেপির গেম প্ল্যান, নবান্নে বললেন মমতা

নিজস্ব প্রতিবেদন: বিজেপিকে সুবিধা করে দিতে পশ্চিমবঙ্গে ৭ দফায় নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার নবান্ন ছাড়ার সময় এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

 

রবিবার ২০১৯ লোকসভা নির্বাচন-এর নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্ঘণ্ট অনুসারে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ৭ দফায়। ৭ দফায় নির্বাচন হবে বিহার ও উত্তর প্রদেশেও। কমিশনের এই সিদ্ধান্তে মানুষের ভোগান্তি বাড়বে বলে রবিবারই প্রতিক্রিয়া মিলেছিল তৃণমূলের তরফে। 

দলের সেই অবস্থান ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা নবান্নে বলেন, 'যা হয়েছে তা বিজেপির গেম প্ল্যান। বাংলাকে ডিসটার্ব করা বিজেপির প্ল্যান। কিন্তু আমি খুব খুশি। ওরা এর ফল পাবে। আমরা ৪২টায় ৪২টাই জিতব।' মমতার দাবি, 'বাংলাকে অসম্মান করে বিজেপি।' 

নির্বাচন প্রক্রিয়ার ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না পশ্চিমবঙ্গ পুলিসকে, দাবি নিয়ে কমিশনে যাচ্ছে বিজেপি

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 'বিজেপি মনে করে বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে। কিছু বোঝে না। বাংলার মানুষ যে কত বুদ্ধিমান তা তারা আগে অনেকবার বুঝিয়েছে। এবারের নির্বাচনেও বোঝাবে।'

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, এপ্রিল ও মে মাসে প্রচণ্ড গরমে সমস্যায় পড়বেন ভোটাররা। 

.