'ভবানীপুরের একাধিক ওয়ার্ড কোভিডশূন্য', উপনির্বাচন-সওয়াল Mamata-র

বাংলায় সংক্রমণের হার ১.৫ শতাংশ, জানালেন মমতা। 

Updated By: Jul 15, 2021, 05:20 PM IST
'ভবানীপুরের একাধিক ওয়ার্ড কোভিডশূন্য', উপনির্বাচন-সওয়াল Mamata-র

নিজস্ব প্রতিবেদন: বাংলায় কোভিড পরিস্থিতি অনেকটা ভালো। তাই উপনির্বাচনের পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিনই দিল্লিতে নির্বাচন কমিশনেও একই আর্জি জানাতে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। তখন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,'বাংলায় সংক্রমণ হার ১.৫ শতাংশ। ভবানীপুরের অনেক ওয়ার্ড কোভিডশূন্য।'      

রাজ্যসভার ভোট করানো নিয়ে রাজ্য সরকারের মত চেয়েছিল নির্বাচন কমিশন। তার উত্তরে রাজ্য জানিয়ে দিয়েছে, রাজ্যসভার ভোট এবং উপনির্বাচন করার পরিস্থিতি রয়েছে বাংলায়। সে প্রসঙ্গ তুলে মমতা (Mamata Banerjee) এ দিন বলেন,'রাজ্যসভার দু'টি উপনির্বাচন নিয়ে রাজ্য সরকারের কাছে মতামত চেয়েছিল। মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন, আমাদের এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। রাজ্যসভার জন্য তৈরি। এবং ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্যেও প্রস্তুত। তাছাড়া আলাদা আলাদা এলাকায় উপনির্বাচন। বাংলায় সংক্রমণের হার ১.৫ শতাংশ। এমন এলাকাও আছে যেখানে একটা কেসও নেই। যেমন কাল কলকাতা পুরসভার রিপোর্ট দেখছিলাম, ভবানীপুরের অনেক ওয়ার্ড কোভিডশূন্য।'

এখনই উপনির্বাচনের চাইছে না বিজেপি। উপনির্বাচনের আগে পুরভোটের দাবি করেছে তারা। এনিয়ে মমতা (Mamata Banerjee) বলেন,'সংবিধান অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচন করা উচিত। বেআইনি কিছু চাইছি না আমরা। বিজেপি ভয় পাচ্ছে কারণ ওরা জানে সব নির্বাচনে হারবে। ওরা মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে ভাষণ বন্ধ করুক।'    

আরও পড়ুন- নির্বাচনে জেতার পর প্রথম দিল্লি সফর; প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, জানালেন Mamata

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
  

.