আরও পাঁচ দিনের পুলিসি হেফাজতে মনোজ নাগেল
সাত দিনের পুলিসি হেফাজতের শেষে আজ ফের আদালতে পেশ করা হল মনোজ নাগেলকে। পুলিস তার বিরুদ্ধে নতুন একটি ধারায় মামলা করার আর্জি জানিয়েছে। আদালত নাগেলের আরও পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল। প্রাইজ চিট অ্যান্ড মানি সার্কুলেশন স্কিম ব্যানিং অ্যাক্ট উনিশ আটাত্তরের দুইএর সি ধারাটিও সংযোজন করতে চলেছে পুলিস।
সাত দিনের পুলিসি হেফাজতের শেষে আজ ফের আদালতে পেশ করা হল মনোজ নাগেলকে। পুলিস তার বিরুদ্ধে নতুন একটি ধারায় মামলা করার আর্জি জানিয়েছে। আদালত নাগেলের আরও পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল। প্রাইজ চিট অ্যান্ড মানি সার্কুলেশন স্কিম ব্যানিং অ্যাক্ট উনিশ আটাত্তরের দুইএর সি ধারাটিও সংযোজন করতে চলেছে পুলিস।
এর আগে চারশ কুড়ি, চারশ ছয় ও চৌত্রিশ নম্বর ধারায় পুলিস তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। এর পাশাপাশি আসানসোল পুলিসও আজ মনোজ নাগেলের জামিনের বিরোধিতা করছে। গত ২৭ এপ্রিল আসানসোলে সুদীপ্ত সেন, দেবযানী মুখার্জি , অরবিন্দ সিং চৌহান ও মনোজ নাগেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মনোজকে নিজেদের হেফাজতে নিতে চাইছে আসানসোল পুলিস। তাই তারা জামিনের বিরোধিতা করে।
বিধানগর পুলিস আজ ফের মনোজ নাগেলের সাতদিনের হেফাজতের দাবি জানাচ্ছে। গত বিশে এপ্রিল বিধাননগরের ইলেট্রনিক কমপ্লেক্স থানায় বেতন না মেলায় অভিযোগ দায়ের করেন একটি সংবাদ মাধ্যমের কর্মীরা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস প্রথমে মনোজ নাগেলকে গ্রেফতার করে।