পুলিসের হাতে আটক ম্যাথু স্যামুয়েল
দুবাই থেকে দিল্লি নামতেই বিমানবন্দরে আটক ম্যাথু স্যামুয়েল। তাঁর নামে লুক আউট নোটিস ছিল, তাঁকে আটক করে ইমিগ্রেশন। তারপর দিল্লি পুলিসের হাতে তাঁকে তুলে দেয় ইমিগ্রেশন। তাঁকে রাখা হয়েছে আইজিআই পুলিস স্টেশনে
![পুলিসের হাতে আটক ম্যাথু স্যামুয়েল পুলিসের হাতে আটক ম্যাথু স্যামুয়েল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/06/62676-mathew.jpg)
ওয়েব ডেস্ক: দিল্লি বিমানবন্দর থেকে আটক হলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। ম্যাথুর নামে লুক-আউট নোটিস ছিল। দুবাই থেকে ফিরতেই বিমান বন্দরে অভিবাসন দফতর তাঁকে আটক করে দিল্লি পুলিসের হাতে তুলে দেয়।
পরপর দু'বার কলকাতা পুলিসের সমন না মানার জন্য ম্যাথুর বিরুদ্ধে লুক আউট জারি হয়। অন্যদিকে গতকালই নারদ -কাণ্ডে সমান্তরাল তদন্তে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।
নারদ কর্তার আইনজীবী অরুণাভ ঘোষের অভিযোগ, ম্যাথুর আটকে আদালত অবমাননা হয়েছে। কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন তিনি। সোমবার এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন তাঁরা।